আরও কঠিন একটা পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে আজ থেকে। বস্তুত, আজ থেকেই আসল পরীক্ষাটার শুরু। মুদ্রারহিতকরণের সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর এই প্রথম মাস-পয়লা। এই দিনে এবং আগামী কয়েকটা দিনে নগদের যে বিপুল চাহিদার মুখে পড়তে চলেছে গোটা দেশ, তা মেটানোর জন্য বা অন্তত সামলানোর জন্য যে প্রস্তুতিটুকু দরকার, ভারত সরকার তা নিয়েছে তো?
যে কোনও মাসের পয়লা তারিখই মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভারতের মতো যে সব দেশে জনসংখ্যার সিংহভাগেই মধ্যবিত্ত-নিন্মবিত্তের দাপট, সে সব দেশের সামগ্রিক অর্থনীতি তথা বাজারের জন্যও এই তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা গোটা মাস ধরে অত্যাবশ্যক, নিত্যপ্রয়োজনীয়, জরুরি ও কিছুটা কম জরুরি কাজগুলো সামলে এবং সাধ্যসম্মত সাধগুলো মিটিয়ে মধ্যবিত্ত ও নিন্মবিত্ত জনগোষ্ঠীর ঝুলি যখন শূন্য, বাজার যখন অবসন্ন, ঠিক তখনই বসন্তের দক্ষিণ বাতায়নের মতো হাজির হয় মাস-পয়লা। সেই খোলা জালনাটা দিয়ে এক রাশ নির্মল বাতাস আসে, বিশুদ্ধ প্রাণবায়ু আসে, পরবর্তী এক মাস বেঁচে থাকার রসদ আসে। নাগরিক এবং বাজার পরবর্তী তিরিশটা দিন সে রসদে ভর করেই কাটায়। এ বারের মাস-পয়লা সেই প্রাণবায়ু পর্যাপ্ত পরিমাণে জোগাতে প্রস্তুত তো? অর্থ মন্ত্রক বলছে, প্রস্তুত, রিজার্ভ ব্যাঙ্কও বলছে। কিন্তু সরকারের এই আশ্বাসবাণীতে সারবত্তা কতখানি, তারই পরীক্ষা আজ থেকে।
৮ নভেম্বর ঘোষিত হয়েছিল মুদ্রারহিতকরণের সিদ্ধান্ত। ঘরে ঘরে তত ক্ষণে গোটা মাসের রসদ মজুত। কিন্তু নগদের হাহাকার হতে পারে আঁচ করে এবং টের পেয়ে নভেম্বর জুড়ে খরচে রাশ টেনেছেন নাগরিক, যথা সম্ভব কাটছাঁট করেছেন বাজেটে। ফল স্বরূপ বাজার আরও অবসন্ন নভেম্বর অন্তে। ডিসেম্বরের মাস-পয়লা তাই আরও গুরুতর গোটা দেশের কাছে।