উচ্চমাধ্যমিকের পর যে প্রবেশিকা পরীক্ষাগুলি দিলে এই পেশায় যাওয়া যায়, সেগুলি হল— সর্বভারতীয় নিট, পিজিআইএমইআর নার্সিং পরীক্ষা, জেপিএমইআর পরীক্ষা, এইমস নার্সিং পরীক্ষা, ইন্ডিয়ান আর্মি নার্সিং পরীক্ষা, জামিয়া হামদর্দ নার্সিং পরীক্ষা, বিএইচইউ নার্সিং পরীক্ষা, কেজিএমইউ নার্সিং পরীক্ষা এবং পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, নার্সিং।
ভারতবর্ষে নার্সিং-নিয়ে পড়ার কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হল— অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস,দিল্লি, আচার্য ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস, বেঙ্গালুরু, খ্রিস্টান মেডিক্যাল কলেজ, ভেলোর, পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, চণ্ডীগড়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি ।