Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Goutam Deb

Bengal polls: ভোট না দিলে ‘উচ্ছেদ’, হুমকি দেওয়ার অভিযোগ মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে, সমালোচনায় বাম, বিজেপি

গৌতমকে বলতে শোনা গিয়েছে, ‘‘আপনারা থাকুন। সরকার সাহায্য করবে। আর যদি আমাদের বিরোধিতা করেন তা হলে আমরা উচ্ছেদ করব।’’

শিলিগুড়ির ঠাকুরনগর এলাকায় গৌতম দেব।

শিলিগুড়ির ঠাকুরনগর এলাকায় গৌতম দেব।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ২২:০২
Share: Save:

তৃণমূলকে ভোট না দিলে উচ্ছেদ করা হবে। প্রচারে গিয়ে এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠল ডাবগ্ৰাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে। এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন গৌতম।

গৌতমের একটি প্রচারের ভিডিয়ো ভাইরাল হয়ে উঠেছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা বিচার করেনি আনন্দবাজার ডিজিটাল। ওই ভিডিয়োয় এক ব্যক্তির উদ্দেশে গৌতমকে বলতে শোনা গিয়েছে, ‘‘আপনারা থাকুন। সরকার সাহায্য করবে। আর যদি আমাদের বিরোধিতা করেন তা হলে আমরা উচ্ছেদ করব। বুঝে নিন। আমি গৌতম দেব। যা বলি তাই করি।’’


গৌতমের এই ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। হাতেগরম এমন ইস্যু পেয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায় বলেন, ‘‘শুধু ঠাকুরনগর নয় বিভিন্ন জায়গায় গিয়ে গৌতম দেব এ ভাবেই মানুষকে হুমকি দিচ্ছেন। উনি চারদিকে বলে বেড়াচ্ছেন। হতাশা কাজ করছে। উনি বুঝে গিয়েছেন মানুষ ওঁকে ছুড়ে ফেলে দিচ্ছে। গৌতম দেব সাধারণ মানুষগুলির থেকে টাকা নিয়েও ধমক দিচ্ছেন।’’ শিলিগুড়ির বাম প্রার্থী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের মত, ‘‘এমন মন্তব্য সমর্থন করি না। এক জন মন্ত্রী এবং এক জন দায়িত্বশীল নেতার থেকে এমন মন্তব্য আশা করি না।’’

বিতর্কের মুখে পড়ে গৌতম দেব অবশ্য বলছেন, ‘‘এ সব কথা আমি বলিনি। একটা বড় জায়গা দখল করে ওখানে আশ্রম চালানো হচ্ছে। ওখানে আরএসএস এবং বিজেপি-র শিবির হয় নিয়মিত। সরকারি জায়গায় এ সব হতে পারে না। ভিডিয়োটিতে পুরোটা দেখানো হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC West Bengal Assembly Election 2021 Goutam Deb
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE