Advertisement
২৫ এপ্রিল ২০২৪
West Bengal Assembly Election 2021

West Bengal Election 2021: কোন আসনের গণনা কোথায় হচ্ছে দেখে নিন

সবচেয়ে বেশি রাউন্ড গণনা হবে হুগলির চুঁচুড়া বিধানসভার আসন। সেখানে মোট ৩২ রাউন্ড গণনা হবে।

ভোট গণনার পূর্বে প্রস্তুতি

ভোট গণনার পূর্বে প্রস্তুতি নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২১ ২২:১২
Share: Save:

রাত পোহালেই ভোট গণনা। ভাগ্য নির্ণয় হবে ২,১৩২ জন প্রার্থীর। ২৯২টি আসনে জন্য রাজ্য জুড়ে ১০৮টি গণনাকেন্দ্র তৈরি করা হয়েছে। সবচেয়ে বেশি গণনাকেন্দ্র রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সেখানে ৩১টি আসনের জন্য ১৫টি গণনাকেন্দ্র করা হয়েছে। সবচেয়ে কম আলিপুরদুয়ার, কালিম্পং ও ঝাড়গ্রাম জেলায় ১টি করে গণনাকেন্দ্র রয়েছে।

কোভিড পরিস্থিতির জন্য গত বারের তুলনায় এ বার গণনাকেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। কাউন্টিং হলের সংখ্যাও প্রায় দ্বিগুণ করা হয়েছে। এ বার মোট ৭০৬টি হলে ভোট গণনা হবে। গণনাকেন্দ্র বেশি হওয়ার ফলে রাউন্ডের সংখ্যাও বেশি হবে। কমিশন সূত্রে খবর, সবচেয়ে বেশি রাউন্ড গণনা হবে হুগলির চুঁচুড়া বিধানসভার আসন। সেখানে মোট ৩২ রাউন্ড গণনা হবে। সব চেয়ে কম ১১ রাউন্ড গণনা হবে মেটিয়াবুরুজ আসনের। তবে ২৯২টি আসনের জন্য কমিশন সর্বনিম্ন গড় রাউন্ড ১৮ এবং সর্বোচ্চ গড় রাউন্ড ২৬ বলে জানিয়েছে। রাউন্ডের সংখ্যা বেশি হওয়ার জন্য চূড়ান্ত ফলাফল আসতে দেরি হবে বলেও মনে করছে কমিশন।

একটি গণনাকেন্দ্রে এক বা একাধিক আসনের গণনা হয়। এক নজরে রাজ্যের ২৩টি জেলার কোন আসনের গণনা কোথায় হচ্ছে জেনে নিন—

১০৮টি গণনা কেন্দ্রের নাম

১০৮টি গণনা কেন্দ্রের নাম গ্রাফিক্স : শৌভিক দেবনাথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE