Advertisement
১২ ডিসেম্বর ২০২৪

পঞ্চায়েত ভোট ২০২৩: ফলাফল

পঞ্চায়েত ভোটের তিনটি স্তরেই শাসকদল তৃণমূলের একচ্ছত্র আধিপত্য। সবক’টি জেলা পরিষদই দখল করেছে তৃণমূল। যে উত্তরবঙ্গে বিজেপি শেষ দু’টি বড় ভোটে তৃণমূলকে টেক্কা দিয়েছে, সেখানেও এ বার পর্যুদস্ত গেরুয়া শিবির।

জেলা পরিষদ (জেলা ভিত্তিক ফলাফল)

  • কোচবিহার ৩৪ আসন

    তৃণমূল জয়ী
  • আলিপুরদুয়ার ১৮ আসন

    তৃণমূল জয়ী
  • জলপাইগুড়ি ২৪ আসন

    তৃণমূল জয়ী
  • উত্তর দিনাজপুর ২৬ আসন

    তৃণমূল জয়ী
  • দক্ষিণ দিনাজপুর ২১ আসন

    তৃণমূল জয়ী
  • মালদহ ৪৩ আসন

    তৃণমূল জয়ী
  • মুর্শিদাবাদ ৭৮ আসন

    তৃণমূল জয়ী
  • নদিয়া ৫২ আসন

    তৃণমূল জয়ী
  • উত্তর ২৪ পরগনা ৬৬ আসন

    তৃণমূল জয়ী
  • দক্ষিণ ২৪ পরগনা ৮৫ আসন

    তৃণমূল জয়ী
  • হুগলি ৫৩ আসন

    তৃণমূল জয়ী
  • হাওড়া ৪২ আসন

    তৃণমূল জয়ী
  • পূর্ব মেদিনীপুর ৭০ আসন

    তৃণমূল জয়ী
  • পশ্চিম মেদিনীপুর ৬০ আসন

    তৃণমূল জয়ী
  • ঝাড়গ্রাম ১৯ আসন

    তৃণমূল জয়ী
  • পুরুলিয়া ৪৫ আসন

    তৃণমূল জয়ী
  • বাঁকুড়া ৫৬ আসন

    তৃণমূল জয়ী
  • পূর্ব বর্ধমান ৬৬ আসন

    তৃণমূল জয়ী
  • পশ্চিম বর্ধমান ১৮ আসন

    তৃণমূল জয়ী
  • বীরভূম ৫২ আসন

    তৃণমূল জয়ী

এক ঝলকে

  • পঞ্চায়েতে বড় জয় তৃণমূলের, ‘মা-মাটি-মানুষ’কে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী।

  • ‘রিগিং করে জয়’, তৃণমূলকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

  • জেলা পরিষদের ফলে সবুজ ঝড়, বহু জায়গাতেই নিরঙ্কুশ সাফল্য শাসক তৃণমূলের।

  • তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মালদহের চাঁচলে ‘খুন’ দলেরই কর্মী মফিজউদ্দিন শেখ।

পঞ্চায়েত নির্বাচন

এক ঝলকে

  • পঞ্চায়েতে বড় জয় তৃণমূলের, ‘মা-মাটি-মানুষ’কে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী।

  • ‘রিগিং করে জয়’, তৃণমূলকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

  • জেলা পরিষদের ফলে সবুজ ঝড়, বহু জায়গাতেই নিরঙ্কুশ সাফল্য শাসক তৃণমূলের।

  • তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মালদহের চাঁচলে ‘খুন’ দলেরই কর্মী মফিজউদ্দিন শেখ।

  • ভোটগণনার দিন বোমা উদ্ধার বীরভূমের সাঁইথিয়ায়, খবর দেওয়া হল বম্ব স্কোয়াডকে।

  • ‘রাস্তায় ব্যালট পেপার কেন?’ জাঙ্গিপাড়ার ঘটনায় বিডিওকে তলব বিচারপতি অমৃতা সিংহের।

  • ‘উন্নয়নে শামিল হতে’ তৃণমূলে যোগদান কাটোয়ার গ্রাম পঞ্চায়েতে জয়ী তিন সিপিএম প্রার্থীর।

  • ভোটের দিন ‘আক্রমণ’ করে তৃণমূল, বুধবার মারা গেলেন সাগরদিঘির কংগ্রেস কর্মী রাজেশ শেখ।

  • আরামবাগের মলয়পুরে তৃণমূলের উপর হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

  • ‘জয়ী তৃণমূল’, ঘোষণা হতেই বাগদায় রাস্তা অবরোধ শুরু করল বিজেপি, কারচুপির অভিযোগ।

  • ‘নবজোয়ার যাত্রা’ গিয়েছিল পশ্চিম বর্ধমানের ৪১টি গ্রাম পঞ্চায়েতে, প্রতিটিতে জয়ী তৃণমূল।

  • বিরোধীশূন্য পশ্চিম বর্ধমান জেলা পরিষদও, ১৮টি আসনেই জয়ী তৃণমূল।

  • মালদহ জেলা পরিষদের আসনে পরাজিত রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের ভাই।

  • মঙ্গলবারের অশান্তির পর বুধবারও থমথমে ভাঙড়, জারি হল ১৪৪ ধারা।

  • দার্জিলিঙে সাফল্য অনীত থাপার প্রজাতান্ত্রিক মোর্চার, দ্বিতীয় স্থানে নির্দলেরা।

  • ভোটগণনার পরেই নিখোঁজ স্বামী! থানায় অভিযোগ ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থীর।

  • পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূলের দখলে, ১৪টি আসন গেল বিরোধীদের ঝুলিতে।

  • গণনাপর্বেও হিংসা! ভাঙড়ে রাতভর সংঘর্ষে মৃত দুই আইএসএফ কর্মী-সহ তিন জন।

  • গণনায় ‘কারচুপি’, রায়গঞ্জের বিডিওর সঙ্গে কথা কাটাকাটি সাংসদ দেবশ্রী চৌধুরীর।

  • ভাঙড়ে সংঘর্ষে আহত বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার এবং এক পুলিশকর্মী।

  • পোস্টাল ব্যালটের একটি মাত্র বৈধ ভোটে জয়ী বিজেপি! বিতর্ক নদীয়ার শান্তিপুরে।

  • ইসলামপুরে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানকে মারধর, অভিযুক্ত পুলিশ

  • আরজি কর মেডিক্যালে ভাঙড়ের গুলিবিদ্ধ আইএসএফ কর্মী হাসান আলির মৃত্যু।

  • সোনারপুরে বিরোধী এজেন্টদের মারধর করায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র।

  • দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদে দাপট তৃণমূলের, ৮৫ আসনের মধ্যে ৮৪টিতেই জয়।

  • রায়দিঘিতে তৃণমূল কর্মীকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

  • দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদেও নিরঙ্কুশ জয় তৃণমূলের, ২১টি আসনই তাদের ঝুলিতে।

  • চলছে পঞ্চায়েতের ভোটগণনা, বিক্ষিপ্ত অশান্তি বেশ কিছু জেলায়।

  • উত্তর দিনাজপুরে বিজয় মিছিল থেকে ছররা গুলি চলার অভিযোগ।

  • বিজেপি প্রার্থীদের হারিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ পেয়ে বালুরঘাটের গণনাকেন্দ্রে সুকান্ত মজুমদার।

  • বগটুইয়ের সেই বড়শাল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পেল ১১টি আসন, বিজেপির ঝুলিতে আট।

  • ময়ূরেশ্বরে কংগ্রেস কর্মীদের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

  • হাবড়ায় সিপিএমের ‘জয় রুখতে’ ব্যালট পেপার খেলেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি!

  • কেশিয়াড়িতে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে স্লোগান তৃণমূলের, পরিস্থিতির মোকাবিলায় পুলিশ

  • পাহাড়ে গ্রাম পঞ্চায়েতে ‘সাফল্য’ অনীত থাপার দলের, পিছিয়ে বিজেপির মহাজোট।

  • পাহাড়ে খাতা খুলল তৃণমূল, কালিম্পং জেলার একটি গ্রাম সংসদে ফুটল ঘাসফুল।

  • ১৯৬৫ সাল থেকে একটানা, তৃণমূলের টিকিটে এ বারেও জয়ী দাসপুরের অশীতিপর গোপাল নন্দী।

  • নানুরের জেলা পরিষদ আসনে জয়ী হলেন দলে ‘অনুব্রত বিরোধী’, তৃণমূলের কাজল শেখ।

  • পূর্ব মেদিনীপুরের ময়নায় বোমা বিস্ফোরণে হাত উড়ল এক বৃদ্ধের।

  • দক্ষিণ দিনাজপুরের তপনে দণ্ডি কাটানো শিউলি মার্ডি জয়ী হলেন তৃণমূলের টিকিটে।

  • নির্বাচনে জয় পেলেন মিমি চক্রবর্তীর ছোট মামি, তৃণমূলের পুনম চক্রবর্তী।

  • হারের ইঙ্গিত পেয়েই ব্যালট পেপার নিয়ে দৌড়! জামালপুরে আটক তৃণমূল প্রার্থী।

  • হাওড়ার সাঁকরাইলে উত্তেজনা, তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ।

  • ভাঙড়ে তৃণমূলের দলীয় অফিসে ভাঙচুর, অভিযোগের তির আইএসএফ-এর দিকে।

  • শাসকের সন্ত্রাস এবং হুমকিকে উপেক্ষা করে ভাল ফল করেছে আইএসএফ: নওশাদ

  • ময়নার বাকচায় বোমার আঘাতে জখম বৃদ্ধকে নিয়ে যাওয়া হল তমলুক হাসপাতালে।

  • নন্দীগ্রামের রেয়াপাড়ায় গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা, লাঠিচার্জ পুলিশের।

  • নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, বীরভূমের খয়রাশোলে বিক্ষোভ ভোটকর্মীদের।

  • ভোটে জিতেই তৃণমূলে নাম লেখালেন কালনার সিপিএম প্রার্থী গীতা হাঁসদা।

  • গোলমাল পাকানোর অভিযোগ, ভোটগণনার দিনই গ্রেফতার কেশপুরের কংগ্রেস প্রার্থী।

  • ধনেখালিতে বিজেপি এজেন্টদের মারধর করায় অভিযুক্ত তৃণমূল। ঘটনাস্থলে সাংসদ লকেট।

  • শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির গাড়িতে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল।

  • ভাঙড় থেকে বেরিয়ে ক্যানিং এবং বাসন্তী যেতে পারেন রাজ্যপাল বোস।

  • ধনেখালিতে গণনাকেন্দ্র থেকে বিজেপি এজেন্টদের বার করে দেওয়ার অভিযোগ।

  • বাঁকুড়ার জয়পুরে জেলা পরিষদের আসনে জয়ী তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।

  • গণনায় ‘প্রহসন’! বালিতে রাস্তা অবরোধ সিপিএমের, তৃণমূলকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান।

  • ভোটগণনার দিনও বোমাবাজি ভাঙড়ে, এলাকায় শুরু পুলিশি টহল।

  • আমডাঙার একটি কেন্দ্রে অমিল ব্যালট বাক্সের চাবি, শুরু বিশৃঙ্খলা।

  • বাসন্তীতে পুলিশকে লক্ষ্য করে আবির, লাঠিচার্জে জলে ঝাঁপ বিজেপি কর্মীদের।

  • মেমারিতে জয়ী সিপিএম প্রার্থীকে গণনাকেন্দ্রের বাইরে বার করে দেওয়ায় অভিযুক্ত তৃণমূল।

  • গণনাকেন্দ্রে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে লাঠিচার্জ বাহিনীর।

  • নদিয়ার ফুলিয়ায় অসুস্থ হয়ে পড়লেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

  • ভাঙড়ের গণনাকেন্দ্র ছাড়লেন আরাবুল, হার স্বীকার? শুরু জল্পনা।

  • জয়ী শিবঠাকুর মণ্ডলের স্ত্রী, অনুব্রতের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন শিব।

  • তারকেশ্বরে জয়ী বিরোধী প্রার্থীদের দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়ায় অভিযুক্ত তৃণমূল।

  • মুর্শিদাবাদের কান্দিতে উধাও ব্যালট বাক্সের চাবি! ভোট গণনায় বিলম্ব।

  • জয় পেলেন এনআইএ-র হাতে গ্রেফতার হওয়া বীরভূমের তৃণমূল নেতা মনোজ ঘোষ।

  • একদা বহিষ্কৃত বীরভূমের বিজেপি নেতা দুধকুমার মণ্ডল গ্রাম পঞ্চায়েতে জয়ী।

  • সোনারপুরে সম্মুখসমরে তৃণমূল এবং বিজেপি, ঘটনাস্থলে বিধায়ক লাভলি মৈত্র।

  • মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল প্রার্থীকে মারধরে অভিযুক্ত সিপিএম।

  • বালির জগাছা ব্লকে বিজেপি এজেন্টকে মারধরে অভিযুক্ত তৃণমূল।

  • খণ্ডঘোষ, কাটোয়ায় সিপিএম এবং তৃণমূলের এজেন্টদের বার করে দেওয়ার অভিযোগ।

  • তমলুকে গণনাকেন্দ্রের বাইরে অবৈধ জমায়েত, লাঠিচার্জ পুলিশের।

  • বালির জগাছা ব্লকে গণনাকেন্দ্রের বাইরে সিপিএমের ব্যালট পেপার উদ্ধার।

  • ডায়মন্ড হারবারে গণনাকেন্দ্রের সামনে বোমাবাজি, গ্রেফতার পাঁচ জন।

  • হাওড়ার বালিতে দীপ্সিতা ধরের মাকে ‘ধাক্কা’ পুলিশের, অভিযোগ সিপিএমের।

  • দিলীপ ঘোষের বুথে নির্দলকে হারিয়ে জয়ী তৃণমূল, ছিল না বিজেপি প্রার্থী।

  • টিফিন না পেয়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিক্ষোভ ভোটকর্মীদের।

  • জাঙ্গিপাড়ায় ভোট লুটের অভিযোগ, ফুরফুরায় রাস্তা অবরোধ আইএসএফ-এর।

  • আমডাঙায় ‘অপহৃত’ সিপিএম প্রার্থীকে উদ্ধার করল পুলিশ।

  • মুর্শিদাবাদের শমসেরগঞ্জে বোমাবাজি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে।

  • দিল্লি থেকে ফিরেই ভাঙড়ে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

  • জাঙ্গিপাড়ায় সিপিএম পার্টি অফিসে ঢুকে লাঠিচার্জ! অভিযুক্ত পুলিশ।

  • হাওড়ার বাগনানে গোলমাল। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ সিপিএমের।

  • হুগলির জাঙ্গিপাড়ায় সিপিএম, আইএসএফ-কে মারধরে অভিযুক্ত তৃণমূল।

  • কাটোয়ায় গণনাকেন্দ্রে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।

  • গলসিতে সিপিএম প্রার্থীর পা ভেঙে দেওয়ায় অভিযুক্ত তৃণমূল।

  • মুর্শিদাবাদে ‘আক্রান্ত’ তৃণমূল প্রার্থী, অভিযোগের তির সিপিএমের দিকে।

  • পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের দফতরের সামনে ধর্না বিজেপি কর্মীদের।

  • কেশপুরে গণনাকেন্দ্রে যেতে বিরোধীদের বাধা! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

  • ডায়মন্ড হারবারে সিপিএম এজেন্টদের ‘বাধা’ দিল তৃণমূল।

  • প্রথমে গ্রাম পঞ্চায়েত, পরে পঞ্চায়েত সমিতি, সব শেষে জেলা পরিষদে গণনা।

  • পঞ্চায়েত ভোটে রাজ্যের অধিকাংশ ব্লকেই দুই রাউন্ড গণনা হবে।

  • সকাল ৮টায় শুরু ভোটগণনা। পঞ্চায়েত-রায় জানতে প্রথম খোলা হল পোস্টাল ব্যালট।

  • রাজ্যে পঞ্চায়েত আসন ৬৩,২২৯টি। পঞ্চায়েত সমিতির আসন ৯,৭৩০টি।

  • গ্রাম পঞ্চায়েতে ৬৩,২২৯ আসনের মধ্যে ৮,০০২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৭,৯৪৪টি আসনে।

  • পঞ্চায়েত সমিতিতে ৯,৭৩০ আসনের মধ্যে ৯৯১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৯৮১টি আসনে। অন্যরা জিতেছে ১০টি আসনে।

  • শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোট হয়। ভোটের দিনে হিংসায় মৃত্যু হয় ১৮ জনের।

  • ভোটে সন্ত্রাসের পাশাপাশি ব্যালট বাক্স লুট, তাতে জল ঢেলে দেওয়া, আগুন লাগানোর অভিযোগও উঠেছে। বহু বুথে ছাপ্পা ভোটেরও অভিযোগ উঠেছে।

  • ত্রিস্তরীয় নিরাপত্তায় ভোটগণনা করা হবে। প্রতি গণনাকেন্দ্রে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। সঙ্গে থাকবে রাজ্য পুলিশও।

  • অশোকনগরে সিপিএম এজেন্টকে মেরে গণনাকেন্দ্র থেকে বার করে দেওয়ার অভিযোগ।

  • বারাবনী ব্লক পঞ্চায়েত সমিতির ২৩টি আসনেই জয়ী হল তৃণমূল।

  • বিরোধীশূন্য পশ্চিম বর্ধমান জেলা পরিষদও, ১৮টি আসনেই জয়ী তৃণমূল।

Advertisement

খবরাখবর

Advertisement

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy