রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসায় নিহত ৩২ জনের পরিবারকে এখনও পর্যন্ত ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার। এই সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের পরে আদালতে জমা দেওয়া সরকারের হলফনামা থেকেই এই তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর। পঞ্চায়েতে হিংসা এবং প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে মামলা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি নিজে সওয়ালও করেছিলেন। ক্ষতিপূরণ দেওয়ার তথ্যকে সামনে রেখে বৃহস্পতিবার অধীর বলেছেন, ‘‘আদালতে লড়াই করে এইটুকু অন্তত আমরা আদায় করতে পেরেছি। রাজ্য সরকার তো প্রথমে মৃত্যুর ঘটনা স্বীকার করতেই প্রস্তুত ছিল না! কিন্তু আদালতে যাওয়ার পরে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর ঘটনায় মৃতদের পরিজনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।’’ সূত্রের খবর, ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় শাসক দলের পাশাপাশি বিরোধী দলের কর্মী-সমর্থকেরাও রয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)