Advertisement
২৭ এপ্রিল ২০২৪
শুভেন্দুর গড়ে অধীর-বিমান

পারলে ভোট লুঠ করে দেখাও

জোটের জোরই রুখে দেবে শাসকের ভোট লুঠের চেষ্টা। তৃণমূলের গড় পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সঙ্গত করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

ময়নার গড়সাফাৎ গ্রামে জোটের প্রচার। বৃহস্পতিবার।— নিজস্ব চিত্র।

ময়নার গড়সাফাৎ গ্রামে জোটের প্রচার। বৃহস্পতিবার।— নিজস্ব চিত্র।

আনন্দ মণ্ডল
ময়না শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৬ ০১:৩৪
Share: Save:

জোটের জোরই রুখে দেবে শাসকের ভোট লুঠের চেষ্টা। তৃণমূলের গড় পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সঙ্গত করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

নন্দীগ্রাম পর্বে যাঁর উত্থান, সেই শুভেন্দু অধিকারীকেই এ দিন নিশানা করেন অধীর। শুভেন্দুর নাম না করে বৃহস্পতিবার ময়নার সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘আমরা জানি মেদিনীপুরে বহু তৃণমূলের মস্তান রয়েছে। তাদের চ্যালেঞ্জ করে গেলাম, যদি বাপের ব্যাটা হও তাহলে ভোট লুঠ করে দেখাও।’’

নারদ ভিডিওতে হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছে শুভেন্দুকে। তিনি এ বার নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। নন্দীগ্রামের জেলায় প্রচারে এসে তাই নারদ প্রসঙ্গ টেনেও নাম না করে শুভেন্দুকে বিঁধেছেন অধীর। তাঁর কথায়, ‘‘দিদি পাঁচ বছরেও নন্দীগ্রামে আসেননি। এক রাজকুমারের উপর তিনি সব দায়িত্ব ছেড়েছেন, ভরসা করেছেন। কিন্তু সেই রাজকুমার এখন চোর-কুমার হয়ে গিয়েছে।’’ এই পরিস্থিতিতে নন্দীগ্রামের মানুষও এ বার ‘তৃণমূলকে খেদাতে চলেছে’ বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

অধীরের আরও অভিযোগ, হলদিয়ায় ৫০টা বুথে ভোট লুঠ করবে বলে কেশপুর থেকে লোক এনে ঢুকিয়েছে তৃণমূল। কিন্তু তাতেও বিশেষ লাভ হবে না বলে জানান অধীর। তাঁর কথায়, ‘‘ভোটের আগে ওই সব বহিরাগতদের হটানো হবে। আপনারা জেনে রাখুন হলদিয়ায় তৃণমূল হারছে।’’ জোটের বন্ধুদের উদ্দেশে অধীরের আরও বার্তা, ‘‘যদি ভোটের দিন কোনও অসুবিধা হয়, তাহলে আমাকে এসএমএস করে দেবেন। আমরা দেখে নেব।’’ এ নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দুর জবাব, ‘‘যে ব্যক্তি প্রাথমিক স্কুলের গণ্ডি পেরোয়নি তার প্রশ্নের জবাব আমি দেব না।’’ জঙ্গলমহলে প্রথম দফার ভোট থেকে এ বার বুথে বুথে ‘ভূতের নেত্য’ দেখা গিয়েছিল। বুথ ফাঁকা, অথচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোটের হার— এমন দৃশ্য চোখে পড়েছিল বহু জায়গায়। অভিযোগ উঠেছিল, শাসক দলের লোকজন কৌশলে ভোট লুঠ করেছে। কিন্তু ভোট-পর্ব যত এগিয়েছে কমিশনের কড়াকড়ি আর মানুষের প্রতিরোধের কাছে ‘তেনাদের কারসাজি’ হার মেনেছে। ২৫ এপ্রিলের ভোটে হাওড়া ও উত্তর ২৪ পরগনায় তো প্রায় সর্বত্র অবাধ ভোট হয়েছে, যা নিয়ে খুশি বিরোধীরাও।

সেই প্রসঙ্গ টেনে এ দিন অধীরকেও বলতে শোনা যায়, ‘‘চতুর্থ দফা থেকেই ভোট লুঠ রুখতে পেরেছি। বাকি দু’টি দফাতেও একটা বুথেও ভোট লুঠ করতে দেব না।’’ একই সুরে বিমানবাবু বলেন, ‘‘প্রথম কয়েক দফায় ভোট লুঠের চেষ্টা হয়েছে। কিন্তু মানুষ রুখে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েও ভোট দিয়েছে। আর তাতেই তৃণমূল ক্রমশ পিছু হটছে।’’ তাই পূর্ব মেদিনীপুরবাসীকেও সাহস করে বুথে গিয়ে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন বিমানবাবু।

পূর্ব মেদিনীপুরে ভোট রয়েছে ৫ মে, একেবারে শেষ দফায়। তারই প্রচারে এ দিন ময়নার গড়সাফাৎ গ্রামের মাঠে সভা আয়োজন করেছিলেন বাম-কংগ্রেস নেতৃত্ব। অধীর, বিমান ছাড়াও ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা মানস ভুঁইয়া, সিপিআই নেতা সন্তোষ রাণা, আরএসপি নেতা অশোক ঘোষ প্রমুখ। এই কেন্দ্রে জোট প্রার্থী কংগ্রেসের মানিক ভৌমিক। তাঁর প্রতিপক্ষ তৃণমূলের সংগ্রাম দোলুই। সংগ্রামের বাবা ভূষণ দোলুই ২০১১-তে ময়না থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন। ২০১৪-র লোকসভা ভোটেও এই কেন্দ্রে তৃণমূল এগিয়েছিল ৩৯৮০৩ ভোটে।

ঘাসফুলের এই গড়েও ভরা মাঠে অধীর-বিমানরা যখন তৃণমূলকে তুলোধনা করছেন, তখন জনতা করতালিতে ফেটে পড়েছে। যা শুনে গলা চড়েছে অধীরের। বলে গিয়েছেন, ‘‘২১৬টি আসনে ভোট হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ থেকে তৃণমূল সাফ হয়ে গিয়েছে। দায়িত্ব নিয়ে বলে গেলাম, নতুন করে পরিবর্তনের শুরু হয়েছে। যেখানে ভোট বাকি রয়েছে, সেখানেও তৃণমূল হারবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE