Advertisement
০১ মে ২০২৪

২০১৬ সালে পশ্চিমবঙ্গ কি সাবালক গণতন্ত্রের পরিচয় দেবে?

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে এই বার। এক পক্ষের জয়, অন্য পক্ষের পরাজয় এটাই অবধারিত ছিল। এ বারের ভোটের বড় প্রাপ্তি অন্য একটা জায়গায়। ভূতেদের দূর হটিয়ে এ বারের চূড়ান্ত ভাগ্য নিয়ন্তা মানুষই।

অঞ্জন বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ০০:২৪
Share: Save:

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে এই বার। এক পক্ষের জয়, অন্য পক্ষের পরাজয় এটাই অবধারিত ছিল। এ বারের ভোটের বড় প্রাপ্তি অন্য একটা জায়গায়। ভূতেদের দূর হটিয়ে এ বারের চূড়ান্ত ভাগ্য নিয়ন্তা মানুষই। কে আসবে সরকারে সেটা স্থির করে দিচ্ছেন মানুষ, গণতন্ত্রে এর চেয়ে কাঙ্ক্ষিত স্থিতি আর কিছু হতে পারে না।

এর পরেও গণতন্ত্রের একটা বড় দায় থাকে। ভোট-পরবর্তী সময়ে বদলা এবং হিংসার পরিস্থিতি যেন তৈরি না হয় সেটা দেখার দায়িত্ব থাকবে নতুন শাসকের উপরেই। রাষ্ট্রকেও নিশ্চিত করতে হবে, এই গণতন্ত্রের মূল শক্তি যেন সুরক্ষিত থাকে। ভিন্ন মত পোষণ করার অধিকার এই গণতন্ত্রই দিয়েছে। ভোট-পরবর্তী সময়ের হিংসা যদি সেই অধিকার হরণের চেষ্টা করে তবে তা গণতন্ত্রেরই লজ্জা।

২০১৬ সালে পশ্চিমবঙ্গ কি সাবালক গণতন্ত্রের পরিচয় দেবে? আজ থেকে শুরু হোক নতুন এক অধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anjan Bandyopadhyay assembly election 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE