Advertisement
২৭ মার্চ ২০২৩
Entertainment News

লগানের ভূবন থেকে দঙ্গলের মহাবীর, চরিত্রের জন্য বিভিন্ন সিনেমায় কতটা বদলেছেন আমির

এই তো সবে মিস্টার পারফেকশনিস্টের জন্মদিন গেল। ৫২ বছরে পা দিলেন আমির খান। সিনেমা নিয়ে তাঁর প্যাশনের কথা তো নতুন করে আর বলার কথা নয়। সিনেমায় চরিত্রকে যথাযথ ভাবে ফুটিয়ে তুলতে তাঁর কসরত বলিউডপ্রেমীদের জানা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ১২:১৬
Share: Save:
০১ ০৮
সিক্রেট সুপারস্টার (২০১৭):  <br> এই বছরই মুক্তি পেতে চলছে আমিরের নতুন ছবি ‘সিক্রেট সুপারস্টার’। এই ছবিতে তাঁর যে লুক <br> ইন্টারনেটে প্রকাশ পেয়েছে তা দেখে সকলেরই তো চক্ষু চড়কগাছ। আমির খানকে এই অবতারে আগে কেউ দেখেননি।

সিক্রেট সুপারস্টার (২০১৭): <br> এই বছরই মুক্তি পেতে চলছে আমিরের নতুন ছবি ‘সিক্রেট সুপারস্টার’। এই ছবিতে তাঁর যে লুক <br> ইন্টারনেটে প্রকাশ পেয়েছে তা দেখে সকলেরই তো চক্ষু চড়কগাছ। আমির খানকে এই অবতারে আগে কেউ দেখেননি।

০২ ০৮
দঙ্গল (২০১৬): <br> কুস্তিগীর মহাবীর ফোগটের জীবন নিয়ে তৈরী ‘দঙ্গল’। গত বছরের বলিউডের সবচেয়ে বড় হিট ফিল্ম এটি। <br> মহাবীরের চরিত্রে অভিনয় করতে গিয়ে আমির তাঁর শরীরের ওজন কমপক্ষে ৩০ কেজি বাড়িয়েছিলেন। <br> বয়স্ক আমিরের লুক চমকে দিয়েছিল সবাইকে। চমকে দিয়েছিল আমিরের কম বয়সের লুকও।

দঙ্গল (২০১৬): <br> কুস্তিগীর মহাবীর ফোগটের জীবন নিয়ে তৈরী ‘দঙ্গল’। গত বছরের বলিউডের সবচেয়ে বড় হিট ফিল্ম এটি। <br> মহাবীরের চরিত্রে অভিনয় করতে গিয়ে আমির তাঁর শরীরের ওজন কমপক্ষে ৩০ কেজি বাড়িয়েছিলেন। <br> বয়স্ক আমিরের লুক চমকে দিয়েছিল সবাইকে। চমকে দিয়েছিল আমিরের কম বয়সের লুকও।

০৩ ০৮
পিকে (২০১৪): <br> রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে আমির অভিনয় করেন ভিনগ্রহের <br> বাসিন্দা হিসেবে। ভিনগ্রহী আমিরের চরিত্র সবার নজর কেড়েছিল।

পিকে (২০১৪): <br> রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে আমির অভিনয় করেন ভিনগ্রহের <br> বাসিন্দা হিসেবে। ভিনগ্রহী আমিরের চরিত্র সবার নজর কেড়েছিল।

০৪ ০৮
গজনি (২০০৮): <br> দীর্ঘদিন চকোলেট বয় ইমেজের আমিরকে গজনিতে দেখে চমকে ওঠে বলিউড। সিক্স প্যাক অ্যাবস, <br> টোনড পেশী, ছোট করে ছাঁটা চুলের আমিরের লুক ছিল এক্কেবারে আলাদা। সিলভার স্ক্রিনে ঝড় তোলে সঞ্জয় সিংহানিয়া।

গজনি (২০০৮): <br> দীর্ঘদিন চকোলেট বয় ইমেজের আমিরকে গজনিতে দেখে চমকে ওঠে বলিউড। সিক্স প্যাক অ্যাবস, <br> টোনড পেশী, ছোট করে ছাঁটা চুলের আমিরের লুক ছিল এক্কেবারে আলাদা। সিলভার স্ক্রিনে ঝড় তোলে সঞ্জয় সিংহানিয়া।

০৫ ০৮
ফানা (২০০৬): <br> এই ছবিতে আমিরের চরিত্র ছিল এক জঙ্গীর। ছবিতে রোহান কাদরির শায়রানা মেজাজ ও ক্যাসানোভা <br> লুক যে কোন নারীর হৃদয় আজও হরণ করে নেয়। সিনেমাটির দ্বিতীয় অংশে আমির সেনাবাহিনীর <br> সদস্য হিসেবে অন্য একটি রূপে দেখা দেয়। কাজলের সঙ্গে আমিরের কেমিস্ট্রি বহুল প্রশংসিত হয়।

ফানা (২০০৬): <br> এই ছবিতে আমিরের চরিত্র ছিল এক জঙ্গীর। ছবিতে রোহান কাদরির শায়রানা মেজাজ ও ক্যাসানোভা <br> লুক যে কোন নারীর হৃদয় আজও হরণ করে নেয়। সিনেমাটির দ্বিতীয় অংশে আমির সেনাবাহিনীর <br> সদস্য হিসেবে অন্য একটি রূপে দেখা দেয়। কাজলের সঙ্গে আমিরের কেমিস্ট্রি বহুল প্রশংসিত হয়।

০৬ ০৮
মঙ্গল পান্ডে: দ্য রাইজিং(২০০৫): <br> এই ছবিতে মঙ্গল পান্ডের চরিত্রে অভিনয় করেছিলেন আমির। <br> মোটা গোঁফ, ঝাকড়া চুলে আমির খান এক্কেবারে অন্যরকম হয়ে উঠেছিলেন।

মঙ্গল পান্ডে: দ্য রাইজিং(২০০৫): <br> এই ছবিতে মঙ্গল পান্ডের চরিত্রে অভিনয় করেছিলেন আমির। <br> মোটা গোঁফ, ঝাকড়া চুলে আমির খান এক্কেবারে অন্যরকম হয়ে উঠেছিলেন।

০৭ ০৮
দিল চাহতা হ্যায় (২০০১): <br> ফারহান আখতারের দিল চাহতা হ্যায় সিনেমাটি বলিউডে অন্য ধারার ছবি তৈরির দিক খুলে দিয়েছিল। <br> এই ছবিতে আমিরের অভিনয় আর লুকও বহুল প্রশংসিত হয়েছিল। স্পাইক করা ছোট <br> চুলের আমির খানের ফ্যাশন সে সময় তরুণদের মধ্যে ট্রেন্ড হিসেবে দেখা দেয়।

দিল চাহতা হ্যায় (২০০১): <br> ফারহান আখতারের দিল চাহতা হ্যায় সিনেমাটি বলিউডে অন্য ধারার ছবি তৈরির দিক খুলে দিয়েছিল। <br> এই ছবিতে আমিরের অভিনয় আর লুকও বহুল প্রশংসিত হয়েছিল। স্পাইক করা ছোট <br> চুলের আমির খানের ফ্যাশন সে সময় তরুণদের মধ্যে ট্রেন্ড হিসেবে দেখা দেয়।

০৮ ০৮
লগান (২০০১): <br> আশুতোষ গোয়ারিকর পরিচালিত পিরিয়ড ফিল্ম ছিল লগান। এই ছবিতে গ্রামের একজন  যুবকের চরিত্রে <br> অভিনয় করেন আমির। কানে দুল, বুক খোলা খাকি শার্ট আর ধুতি পরে অভিনয় করে আমির খান ঝড় তুলে দেন রুপালি পর্দায়।

লগান (২০০১): <br> আশুতোষ গোয়ারিকর পরিচালিত পিরিয়ড ফিল্ম ছিল লগান। এই ছবিতে গ্রামের একজন যুবকের চরিত্রে <br> অভিনয় করেন আমির। কানে দুল, বুক খোলা খাকি শার্ট আর ধুতি পরে অভিনয় করে আমির খান ঝড় তুলে দেন রুপালি পর্দায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.