নতুন বছরের শুরুতেই হবে বারুদবর্ষণ? ফের রক্তাক্ত হবে পশ্চিম এশিয়া? বর্ষশেষে সেই রণবাদ্যই যেন বাজিয়ে দিল ইহুদিরা! সূত্রের খবর, সাবেক পারস্য দেশে (বর্তমান ইরান) ৫০০-র বেশি বার বোমাবর্ষণের নীলনকশা প্রায় চূড়ান্ত করে ফেলেছে তেল আভিভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে সবুজ সঙ্কেত দিলেই শুরু হবে আক্রমণ। সেই লক্ষ্যে বাহিনীকে প্রস্তুতির নির্দেশ দিয়ে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকায় ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাৎ অনেক হিসাব বদলে দেবে বলে মনে করছেন দুঁদে কূটনীতিকদের একাংশ।
চলতি বছরের ২৯ ডিসেম্বর ফ্লোরিডার ‘মারে-এ-লাগো’ এস্টেটে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন নেতানিয়াহু। ইজ়রায়েলি গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, সেখানেই ইরানে নতুন করে হামলা শুরু করার ব্যাপারে ট্রাম্পের সঙ্গে যাবতীয় আলোচনা সারবেন তিনি। দুঁদে কূটনীতিকদের কেউ কেউ মনে করেন, এ বার যুক্তরাষ্ট্রের বাহিনীকে প্রথম থেকে সঙ্গে নিয়ে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নামতে চাইছেন ইহুদি প্রধানমন্ত্রী। পাশাপাশি, অত্যাধুনিক কিছু হাতিয়ারও আমেরিকার থেকে সংগ্রহের পরিকল্পনা আছে তাঁর।