অবাক চোখে ক্যামেরার দিকে তাকিয়ে। গালে টোল পড়া হাসি। কোমরে হাত রেখে দাঁড়িয়ে চোখ দিয়ে ঝরে পড়ছে দুষ্টুমি। গোলাপি-সোনালি ফ্রক পড়া ছোট্ট বাচ্চা মেয়েটি কে বলুন তো?
আরও পড়ুন, চিনতে পারছেন ইনি কে?
আরও পড়ুন, ‘রইস’ কন্যা মাহিরার গর্জাস ফোটোশুট, রইল কয়েকটি ছবি
হ্যাঁ, বোঝার উপায় একটাই। পরিচিত টোল পড়া হাসিটা। এই ছবিটা বলিউডের ‘ব্ল্যাক বিউটি’র। চিনতে পারছেন না? ইনি ‘বং বিউটি’ বিপাশা বসু।
চলতি মাসের শুরুতেই বিপাশা তাঁর আরও একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন ডিজিটাল অ্যালবামে। ৩৮ বছরের অভিনেত্রীর এই ছবিটি ছিল তাঁর মডেলিং কেরিয়ারের শুরুর দিকের। ছবিতে বিপাশা লিখেছিলেন, ‘‘সিরিয়াস ব্লাস্ট ফ্রম দ্য পাস্ট।’’
!!! 😂🤣😂🤣😂🤣
!!! 😂🤣😂🤣😂🤣
২০০১-এ বলিউডে পা রাখেন বিপাশা। অক্ষয় কুমার, ববি দেওল এবং করিনা কপূরের সঙ্গে ‘আজনবি’ ছিল তাঁর প্রথম হিন্দি ছবি।