Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৬ মে ২০২২ ই-পেপার

URL Copied

বিনোদন

অষ্টাদশী হলেন রিনি, জন্মদিনে ছবি পোস্ট করলেন সুস্মিতা

নিজস্ব প্রতিবেদন
০৬ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৩১
১৮ বছর বয়স হয়েছে বড় মেয়ে রিনির। প্রাপ্তবয়স্ক হওয়ার আনন্দে মেয়েকে চিঠি লিখলেন সুস্মিতা। ধুমধাম করে সেলিব্রেট হল জন্মদিন।

বার্থ ডে পার্টিতে দেখা গেল ছোট মেয়ে আলিশাকেও। তার বয়স এখন মাত্র ছয়।
Advertisement
২০০০ সালে যখন মাত্র ২৫ বছয় বয়স সুস্মিতার, তখনই তিনি রিনিকে দত্তক নিয়েছিলেন। এর পর ২০১০-এ আলিশাকে দত্তক নেন অভিনেত্রী।

রিনি গান শুনতে ভালবাসে। মার্কিন পপ তারকা বেয়ন্সের ‘বিগ ফ্যান’ রিনি।
Advertisement
মেয়ের সঙ্গে সেলফি। ছবির ক্যাপশনে লেখা, ‘রিনি অ্যান্ড মা মোমেন্ট’। সুস্মিতার ইনস্টাগ্রাম অ্যালবামে দুই মেয়ের ছবির ছড়াছড়ি।

সুস্মিতা সেনের বাবা প্রাক্তন ভারতীয় বায়ুসেনা অফিসার সুবীর সেন। দাদু ও নাতনির বন্ডিং নাকি দারুণ। সুস্মিতা নিজেই জানিয়েছেন সে কথা।

রিনির প্রিয় অভিনেতা রণবীর সিংহর সঙ্গে সেলফি। সঙ্গে রয়েছে ছোট বোন আলিশাও।

এয়ারপোর্টে হঠাত্ দেখা। শাহরুখ এসে কি বলেছিলেন ‘ম্যায় হু না’? রিনি ও আলিশা অবশ্য দেরি করেনি। সঙ্গে সঙ্গে ছবি তুলে নিয়েছে।