Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Entertainment News

এসএসসি পরীক্ষা বসছেন অভিষেক বচ্চন! অ্যাডমিট কার্ডের ছবি ভাইরাল নেট দুনিয়ায়

আপনি স্টার কিড হলে বড়জোড় একটা দু’টো ব্রেক পেতে পারেন বলিউডে। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে স্টার পারফর্ম্যান্স দিতেই হবে। “আপনার কোনও ফিল্ম যদি ফ্লপ হয়, লোকে (ডিরেক্টর) আপনার ফোন ধরা পর্যন্ত বন্ধ করে দেন।

অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত।

অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ১৫:২১
Share: Save:

আপনি স্টার কিড হলে বড়জোড় একটা দু’টো ব্রেক পেতে পারেন বলিউডে। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে স্টার পারফর্ম্যান্স দিতেই হবে। “আপনার কোনও ফিল্ম যদি ফ্লপ হয়, লোকে (ডিরেক্টর) আপনার ফোন ধরা পর্যন্ত বন্ধ করে দেন। আপনার বাবা বলিউডের সুপারস্টার হলেও তাতে কিছু যায় আসে না। এ অভিজ্ঞতা আমার নিজেরি আছে।” এ কথা নিজেই জানিয়েছিলেন বলিউড শাহেনশা আমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন। বিগত কয়েক বছর বলিউডে তাঁর উপস্থিতি তেমন একটা চোখে পড়ার মতো নয়। ইদানীংকালে তাঁর অভিনীত কোনও ছবিই তেমন সাফল্যের মুখ দেখেনি। কিন্তু তাই বলে সরকারী চাকরীর পরীক্ষায় বসছেন অভিষেক বচ্চন! বিশ্বাস হচ্ছে না! অন্তত এসএসসি এমটিএস পরীক্ষার অ্যাডমিট কার্ড তেমনটাই বলছে।

আরও পড়ুন, জানেন ‘জাদু’র চরিত্রে কে অভিনয় করেছিলেন?

এসএসসি পরীক্ষা নিয়ে একটার পর একটা বিভ্রাট লেগেই রয়েছে। গত রবিবারই অনলাইনে এসএসসি এমটিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে পরীক্ষা বাতিল করা হয়। এ বার এসএসসি এমটিএস পরীক্ষার একটি অ্যাডমিট কার্ডে অভিষেক বচ্চনের নাম ও ছবি প্রকাশের ঘটনায় সরগরম হয়ে উঠেছে নেট দুনিয়া। এই অ্যাডমিট কার্ডের ছবি-সহ বুধবার সন্ধ্যায় পিটিআই-এর তরফ থেকে একটি টুইট করে জানানো হয়, ‘সম্ভবত কেউ ঠাট্টা করেছেন। জুনিয়র বচ্চনের নাম ও ছবি-সহ অ্যাডমিট কার্ড যা এসএসসি-র সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।’ এসএসসি-র কর্তৃপক্ষের তরফ থেকেও এই অ্যাডমিট কার্ডকে ভুয়ো বলে দাবি করা হয়েছে। তবে সরকারি ওয়েবসাইটে এই রকম ভুয়ো অ্যাডমিট কার্ড কী আপলোড হল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বার অভিষেক বচ্চনের নাম ও ছবি-সহ এমটিএস পরীক্ষার একটি অ্যাডমিট কার্ডটি ‘ভুয়ো’ হলেও এসএসসি-র মুদ্রণ বিভ্রাট আগেও হয়েছে। এর আগে বিহার স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় এই ধরণের বিভ্রাটে মুখ পুড়েছিল প্রশাসনের। এক অভিনেত্রীর অর্দ্ধনগ্ন ছবি দিয়ে ছাপা হয়েছিল অ্যাডমিট কার্ড। সে ক্ষেত্রে অবশ্য ছাপার বিভ্রাটেই এমন হয়েছে বলে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছিল কমিশন।

পিটিআই-এর করা সেই টুইট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abhishek Bachchan SSC Exam SSC MTS Admit Card
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE