Advertisement
০৫ মে ২০২৪
new mega

কৃষি বিল, কৃষক বিদ্রোহের ছায়া পড়বে নতুন ধারাবাহিক ‘রিমলি’তে?

‘ফিরকি’র মতো কি ‘রিমলি’তেও রাজনৈতিক বার্তা থাকবে? 

নতুন মেগা ‘রিমলি’

নতুন মেগা ‘রিমলি’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ২২:৩১
Share: Save:

এক বাটি পান্তা ভাত। সঙ্গে নুন, পেঁয়াজ আর লঙ্কা। মিশিয়ে খাওয়ার মতো তেলটুকুও বাড়িতে নেই। তাতে কী? পাড়ার মেয়ে-বৌরা হাঁক পাড়তেই সেই খাবার গামছায় বেঁধে হাসিমুখে বেরিয়ে পড়ল রিমলি। বেলা বাড়ার আগেই মাঠে পৌঁছেতে হবে। ধান ভানতে হবে।

রিমলি কৃষক কন্যা। ক্ষেত তার কাজের দুনিয়া। শীত-গ্রীষ্ম এখানেই মাথার ঘাম পায়ে ফেলে। রাজ্যবাসীর মুখে অন্ন তুলে দেওয়ার পরে পরিবারের মুখে তুলে দেয় পড়ে থাকা খুদ-কুড়ো। অভাব তাই রিমলিদের নিত্য সঙ্গী। ‘ফিরকি’তে তৃতীয় লিঙ্গের জীবন দেখানোর পর ‘রিমলি’তে কৃষিজীবীদের গল্প নিয়ে প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস নতুন বছরে আবারও ফিরছে জি বাংলায়।

চ্যানেলের সোশ্যাল পাতায় ইতিমধ্যেই প্রোমো নজর কেড়েছে নেটাগরিকদের। সবাই এখন শহরমুখী। পরিবারতন্ত্রের গল্প শোনাচ্ছে প্রতিটি ধারাবাহিক। সেখানে গ্রামবাংলায় পৌঁছে গিয়েছে প্রযোজনা সংস্থা।

কেন? দেশের জ্বলন্ত ইস্যু নতুন কৃষি বিল, কৃষক আন্দোলন। তাই?

আরও পড়ুন: সৃষ্টির প্রাকমুহূর্ত ক্যামেরাবন্দি হল, অনুষ্কা শর্মার প্রেগন্যান্সি ফটোশ্যুট করল ‘ভোগ’

‘‘আমরা বরাবরই ভিন্ন পথের পথিক। নতুন কিছু বলার, দেখানোর চেষ্টা করি। সেই জন্যেই ছোট পর্দায় তৃতীয় লিঙ্গের যাপিত জীবন দেখানোর সাহস করেছিলাম। এ বার বলব গ্রামবাংলার গল্প। তবে সাম্প্রতিক কৃষক আন্দোলনের সঙ্গে এই ধারাবাহিকের গল্পের যেটুকু মিল সবার চোখে পড়ছে সেটা সম্পূর্ণ কাকতালীয়,’’— আনন্দবাজার ডিজিটালকে জানালেন অ্যাক্রোপলিসের কর্ণধার স্নিগ্ধা বসু।

প্রোমো দেখিয়েছে, যতখানি পরিশ্রম করে ততখানি ন্যায্য পারিশ্রমিক পায় না রিমলিরা। মহাজন সব সময়েই ধানের মণ পিছু কম টাকা দেয়। আদি যুগ থেকে যা হয়ে আসছে কৃষকদের সঙ্গে।

‘ফিরকি’র মতো কি ‘রিমলি’তেও রাজনৈতিক বার্তা থাকবে? ভাঙলেন না স্নিগ্ধা। জানালেন, শুধু দেশে নয়, প্রতিটি ঘরে রাজনীতি চলে আসছে যুগ যুগ ধরে। সেই দিক থাকবে আগামী ধারাবাহিকে। রিমলির ভূমিকায় অভিনয় করবেন স্টার জলসার ‘কপালকুণ্ডলা’র ‘পদ্মাবতী’ টুম্পা পাল। প্রযোজকের কথায়, নায়কও থাকবে। তবে জি বাংলা মানেই নারীর লড়াইয়ের গল্প। তাই পুরো গল্প আবর্তিত হবে রিমলিকে ঘিরে।

আরও পড়ুন: বছরশেষের উদযাপন, বারাণসীর গঙ্গায় নৌকাবিহার ইমনের

শ্যুট শুরু হবে নতুন বছরে। গ্রামবাংলার প্রতিচ্ছবি হয়ে উঠবে বাংলারই কোনও অঞ্চল। অর্থাৎ, ধারাবাহিকের আউটডোর শ্যুটিংও হবে। যদিও এখনও কোনও জায়গা নির্দিষ্ট হয়নি।

‘রিমলি’ কি পারবে ‘ফিরকি’র পরিপূরক হয়ে উঠতে? প্রযোজকের পাল্টা প্রশ্ন, ‘‘দুনিয়ায় কেউ কারও পরিপূরক হয়ে উঠতে পারে? তা ছাড়া, দুটো ধারাবাহিকের গল্প, প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। তাই একের মধ্যে অন্যকে খোঁজার কোনও মানেই নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

new mega rimli firki
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE