Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৪ মে ২০২২ ই-পেপার

URL Copied

বিনোদন

স্টার কিড করিশ্মার সঙ্গে ব্রেক আপের ফল অজয়কে কী ভাবে ভুগতে হয়েছিল জানেন?

নিজস্ব প্রতিবেদন
০১ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৪
অজয় দেবগণ এবং করিশ্মা কপূরের প্রেম নিয়ে অনেক গুঞ্জন রয়েছে বলিউডে। তাঁদের ব্রেক আপ নিয়েও অনেক কানাঘুষো শোনা যায়।

জানেন কি করিশ্মার সঙ্গে ব্রেক আপ করায় কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অজয়কে? স্টার কিড করিশ্মার সঙ্গে ব্রেক আপের জন্য বিগ বাজেট একটি গান হাতছাড়া হয়ে গিয়েছিল অজয়ের!
Advertisement
নয়ের দশকে সুপার হিট জুটি ছিল অজয় এবং করিশ্মার। ‘জিগর’ এবং ‘সংগ্রাম’-এর মতো তাঁরা বহু হিট ফিল্মে একসঙ্গে কাজ করেছেন।

কিন্তু ফিল্ম ‘সুহাগ’-এর শ্যুটিং হওয়ার সময় থেকেই তাঁদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করেছিল।
Advertisement
সম্পর্কের ভাঙনের জন্য শ্যুটিং সেটেও অনেক সমস্যায় পড়তে হয়েছিল পরিচালককে। কারণ সম্পর্কের ফাটল প্রভাব ফেলছিল পর্দায় তাঁদের রসায়নেও।

শ্যুটিংয়ের ডায়ালগ ছাড়া একে অন্যের সঙ্গে কথা বলতেন না। একে অপরের দিকে তাকাতেনও না। শ্যুট নিয়ে কোনওরকম আলোচনাওো তাঁরা করতেন না।

শ্যুট শেষ হলেই নিজের ঘরে চলে যেতেন করিশ্মা। পরবর্তী শ্যুটের ঠিক আগে তিনি সেটে আসতেন। এতে পরিচালকও পড়েছিলেন খুব বিপদে। তাঁদের একসঙ্গে ধরা সম্ভব হচ্ছিল না তাঁর পক্ষেও।

এমনকি কোনও অংশ পুনরায় শ্যুট করার প্রয়োজন হলেও করিশ্মা তাতে রাজি হতেন না। অনেক অংশে ডাবিংয়েও রাজি হতেন না তিনি।

করিশ্মার এ রকম আচরণে এই ফিল্মে বড় ক্ষতি হয়ে গিয়েছিল অজয়েরও। একটি সুপার হিট গানই হাতছাড়া হয়ে গিয়েছিল তাঁর।

এই ফিল্মের গানগুলোও খুব হিট হয়েছিল সে সময়। এই ফিল্মে অজয়-করিশ্মার পাশাপাশি অক্ষয় কুমার এবং নাগমাও ছিলেন।

ফিল্মের হিট গান ‘গোরে গোরে মুখড়ে পে কালা কালা চশমা’-তে  অজয়-করিশ্মারও থাকার কথা ছিল। কিন্তু করিশ্মা নাকি এই গানে অজয়ের সঙ্গে শ্যুট করতে চাননি।

করিশ্মা ছাড়া শুধু অজয়কে এই গানে নেওয়া সম্ভব ছিল না পরিচালকের পক্ষে। ফলে বাধ্য হয়েই গানের শ্যুটিং থেকে বাদ দিতে হয় অজয়কে।

তাই গানটি মুক্তি পাওয়ার পর এতে শুধুমাত্র অক্ষয় এবং নাগমাকে দেখা যায় পর্দায়। গানটি সুপার হিট হয়েছিল।

করিশ্মা স্টার কিড ছিলেন। স্টার কিডদের বরাবরই ইন্ডাস্ট্রিতে আলাদা গুরুত্ব দেওয়া হয়। তাই করিশ্মাকে জোর দিয়ে কিছু বলতেও পারেননি পরিচালক।

স্টার কিডের সঙ্গে প্রেম যেমন অনেককে প্রচারের আলোয় এনে দেয় উল্টো দিকে ব্রেক আপ আবার অনেক সমস্যাও তৈরি করে। অজয়-করিশ্মাই তার উদাহরণ। করিশ্মার সঙ্গে ব্রেক আপ করায় যেমন কেরিয়ারে বড় ক্ষতি হয়ে গিয়েছিল অজয়ের।