Ajay Devgan and Karishma Kapoor relation: Break up affects their career dgtl
URL Copied
বিনোদন
স্টার কিড করিশ্মার সঙ্গে ব্রেক আপের ফল অজয়কে কী ভাবে ভুগতে হয়েছিল জানেন?
নিজস্ব প্রতিবেদন
০১ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৪
Advertisement
১ / ১৫
অজয় দেবগণ এবং করিশ্মা কপূরের প্রেম নিয়ে অনেক গুঞ্জন রয়েছে বলিউডে। তাঁদের ব্রেক আপ নিয়েও অনেক কানাঘুষো শোনা যায়।
২ / ১৫
জানেন কি করিশ্মার সঙ্গে ব্রেক আপ করায় কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অজয়কে? স্টার কিড করিশ্মার সঙ্গে ব্রেক আপের জন্য বিগ বাজেট একটি গান হাতছাড়া হয়ে গিয়েছিল অজয়ের!
Advertisement
Advertisement
৩ / ১৫
নয়ের দশকে সুপার হিট জুটি ছিল অজয় এবং করিশ্মার। ‘জিগর’ এবং ‘সংগ্রাম’-এর মতো তাঁরা বহু হিট ফিল্মে একসঙ্গে কাজ করেছেন।
৪ / ১৫
কিন্তু ফিল্ম ‘সুহাগ’-এর শ্যুটিং হওয়ার সময় থেকেই তাঁদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করেছিল।
Advertisement
৫ / ১৫
সম্পর্কের ভাঙনের জন্য শ্যুটিং সেটেও অনেক সমস্যায় পড়তে হয়েছিল পরিচালককে। কারণ সম্পর্কের ফাটল প্রভাব ফেলছিল পর্দায় তাঁদের রসায়নেও।
৬ / ১৫
শ্যুটিংয়ের ডায়ালগ ছাড়া একে অন্যের সঙ্গে কথা বলতেন না। একে অপরের দিকে তাকাতেনও না। শ্যুট নিয়ে কোনওরকম আলোচনাওো তাঁরা করতেন না।
৭ / ১৫
শ্যুট শেষ হলেই নিজের ঘরে চলে যেতেন করিশ্মা। পরবর্তী শ্যুটের ঠিক আগে তিনি সেটে আসতেন। এতে পরিচালকও পড়েছিলেন খুব বিপদে। তাঁদের একসঙ্গে ধরা সম্ভব হচ্ছিল না তাঁর পক্ষেও।
৮ / ১৫
এমনকি কোনও অংশ পুনরায় শ্যুট করার প্রয়োজন হলেও করিশ্মা তাতে রাজি হতেন না। অনেক অংশে ডাবিংয়েও রাজি হতেন না তিনি।
৯ / ১৫
করিশ্মার এ রকম আচরণে এই ফিল্মে বড় ক্ষতি হয়ে গিয়েছিল অজয়েরও। একটি সুপার হিট গানই হাতছাড়া হয়ে গিয়েছিল তাঁর।
১০ / ১৫
এই ফিল্মের গানগুলোও খুব হিট হয়েছিল সে সময়। এই ফিল্মে অজয়-করিশ্মার পাশাপাশি অক্ষয় কুমার এবং নাগমাও ছিলেন।
১১ / ১৫
ফিল্মের হিট গান ‘গোরে গোরে মুখড়ে পে কালা কালা চশমা’-তে অজয়-করিশ্মারও থাকার কথা ছিল। কিন্তু করিশ্মা নাকি এই গানে অজয়ের সঙ্গে শ্যুট করতে চাননি।
১২ / ১৫
করিশ্মা ছাড়া শুধু অজয়কে এই গানে নেওয়া সম্ভব ছিল না পরিচালকের পক্ষে। ফলে বাধ্য হয়েই গানের শ্যুটিং থেকে বাদ দিতে হয় অজয়কে।
১৩ / ১৫
তাই গানটি মুক্তি পাওয়ার পর এতে শুধুমাত্র অক্ষয় এবং নাগমাকে দেখা যায় পর্দায়। গানটি সুপার হিট হয়েছিল।
১৪ / ১৫
করিশ্মা স্টার কিড ছিলেন। স্টার কিডদের বরাবরই ইন্ডাস্ট্রিতে আলাদা গুরুত্ব দেওয়া হয়। তাই করিশ্মাকে জোর দিয়ে কিছু বলতেও পারেননি পরিচালক।
১৫ / ১৫
স্টার কিডের সঙ্গে প্রেম যেমন অনেককে প্রচারের আলোয় এনে দেয় উল্টো দিকে ব্রেক আপ আবার অনেক সমস্যাও তৈরি করে। অজয়-করিশ্মাই তার উদাহরণ। করিশ্মার সঙ্গে ব্রেক আপ করায় যেমন কেরিয়ারে বড় ক্ষতি হয়ে গিয়েছিল অজয়ের।