Advertisement
০২ মে ২০২৪
Biopic

কপিলের বায়োপিক দিয়েই বলিউডে এন্ট্রি হচ্ছে দুই তারকা ক্রিকেটারের সন্তানের

কবীর খানের ‘এইট্টি থ্রি’-এ অভিনয়ের জন্য ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন রণবীর সিংহ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১৬:৩৪
Share: Save:
০১ ১১
কবীর খানের ‘এইট্টি থ্রি’-এ অভিনয়ের জন্য ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন রণবীর সিংহ।

কবীর খানের ‘এইট্টি থ্রি’-এ অভিনয়ের জন্য ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন রণবীর সিংহ।

০২ ১১
কপিল দেবের এই বায়োপিকে ক্যামেরার পিছনে থাকছেন বিশ্বকাপজয়ী ওই দলের অন্যতম সদস্যের মেয়ে। রণবীরের সঙ্গে ক্যামেরার সামনে থাকছেন ওই দলেরই অপর এক তারকার পুত্র।

কপিল দেবের এই বায়োপিকে ক্যামেরার পিছনে থাকছেন বিশ্বকাপজয়ী ওই দলের অন্যতম সদস্যের মেয়ে। রণবীরের সঙ্গে ক্যামেরার সামনে থাকছেন ওই দলেরই অপর এক তারকার পুত্র।

০৩ ১১
খেলার কায়দা রপ্ত করার পাশাপাশি কপিলের চিন্তাভাবনা, অভিব্যক্তি, এনার্জি, অভিজ্ঞতার খুঁটিনাটি পর্দায় তুলে ধরার জন্য তাঁর সঙ্গে সময় কাটাবেন রণবীর। প্রায় তিন সপ্তাহ পঞ্জাবে কপিলের সঙ্গে থাকবেন তিনি। তবে সঙ্গে রয়েছেন অন্য একজনও।

খেলার কায়দা রপ্ত করার পাশাপাশি কপিলের চিন্তাভাবনা, অভিব্যক্তি, এনার্জি, অভিজ্ঞতার খুঁটিনাটি পর্দায় তুলে ধরার জন্য তাঁর সঙ্গে সময় কাটাবেন রণবীর। প্রায় তিন সপ্তাহ পঞ্জাবে কপিলের সঙ্গে থাকবেন তিনি। তবে সঙ্গে রয়েছেন অন্য একজনও।

০৪ ১১
অমিয়া নামের এক তরুণী ছবিটিতে সহকারী পরিচালকের ভূমিকায় কাজ করছেন।

অমিয়া নামের এক তরুণী ছবিটিতে সহকারী পরিচালকের ভূমিকায় কাজ করছেন।

০৫ ১১
বছর তেইশের তরুণী ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়কে পর্দায় ফুটিয়ে তোলার কাজে সাহায্য করছেন। তিনি কে জানেন?

বছর তেইশের তরুণী ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়কে পর্দায় ফুটিয়ে তোলার কাজে সাহায্য করছেন। তিনি কে জানেন?

০৬ ১১
প্রথম বার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেবের কন্যা অমিয়া। ব্রিটেনের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনি।

প্রথম বার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেবের কন্যা অমিয়া। ব্রিটেনের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনি।

০৭ ১১
শুধু অমিয়াই নন, চিরাগ নামের এক তরুণও রয়েছেন ছবিতে। সেই ভারতীয় দলের অন্যতম সদস্যের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

শুধু অমিয়াই নন, চিরাগ নামের এক তরুণও রয়েছেন ছবিতে। সেই ভারতীয় দলের অন্যতম সদস্যের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

০৮ ১১
চিরাগের সঙ্গেও রক্তের সম্পর্ক রয়েছে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের ওই সদস্যের।

চিরাগের সঙ্গেও রক্তের সম্পর্ক রয়েছে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের ওই সদস্যের।

০৯ ১১
ক্রিকেটার সন্দীপ পাতিলের ছেলে তিনি। ছবিতে নিজের বাবার ভূমিকাতেই অভিনয় করছেন তিনি।

ক্রিকেটার সন্দীপ পাতিলের ছেলে তিনি। ছবিতে নিজের বাবার ভূমিকাতেই অভিনয় করছেন তিনি।

১০ ১১
চিরাগের সঙ্গে অমিয়ার বন্ধুত্বও গড়ে উঠেছে। তাঁদের বাবারাও ছিলেন অভিন্নহৃদয় বন্ধু, বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য। চিরাগের মতে, “দিল্লির এক তরুণীর সঙ্গে মুম্বইয়ের এক তরুণের বন্ধুত্ব বলতে পারেন। তবে অমিয়া আমার চেয়ে ছোট।”

চিরাগের সঙ্গে অমিয়ার বন্ধুত্বও গড়ে উঠেছে। তাঁদের বাবারাও ছিলেন অভিন্নহৃদয় বন্ধু, বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য। চিরাগের মতে, “দিল্লির এক তরুণীর সঙ্গে মুম্বইয়ের এক তরুণের বন্ধুত্ব বলতে পারেন। তবে অমিয়া আমার চেয়ে ছোট।”

১১ ১১
২০২০ সালের ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। ১৫ মে থেকে লন্ডন ও স্কটল্যান্ডে শুরু হচ্ছে হরিয়ানা হ্যারিকেনের বায়োপিকের শুটিং।

২০২০ সালের ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। ১৫ মে থেকে লন্ডন ও স্কটল্যান্ডে শুরু হচ্ছে হরিয়ানা হ্যারিকেনের বায়োপিকের শুটিং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE