Birthday Special: Birthday Girl Soha Ali Khan is the new coolest mommy of Bollywood dgtl
URL Copied
বিনোদন
বি-টাউনের নতুন মা, বার্থ ডে গার্ল সোহার ছবি শেয়ার করলেন কুণাল
নিজস্ব প্রতিবেদন
০৪ অক্টোবর ২০১৭ ১৪:৫৪
Advertisement
১ / ১০
সোহা আলি খানের ৩৯তম জন্মদিন। স্পেশাল দিনে স্বামী কুণাল খেমু এই ছবিটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, সোহা তাঁর প্রিয় বন্ধু, স্ত্রী এবং সুপারকুল মা।
২ / ১০
বহুদিন প্রেমের সম্পর্কে থাকার পর, ২০১৪ সালে প্যারিসে শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খান পটৌডির মেয়ে সোহাকে প্রোপোজ করেন কুণাল। এর পর ২০১৫-র জানুয়ারিতে বিয়ে করেন তাঁরা।
Advertisement
Advertisement
৩ / ১০
স্বামী কুণাল কিন্তু সোহার চেয়ে বয়সে চার বছরের ছোট।
৪ / ১০
গত ২৯ সেপ্টেম্বর নবমীর দিন মেয়ের মা হয়েছেন সোহা। মেয়ের নাম রাখা হয়েছে ইনায়া নাওমি খেমু। কুণাল নিজেই টুইটারে এ কথা শেয়ার করেছেন।
Advertisement
৫ / ১০
অন্তঃস্বত্ত্বা হওয়ার পর থেকেই নিজের ‘বেবি বাম্প’-এর বিভিন্ন ছবি শেয়ার করেছিলেন সোহা। তাঁর প্রেগন্যান্সির ডায়েট এবং জিম সেশনেরও ছবি পোস্ট করেছিলেন নায়িকা।
৬ / ১০
বউদি করিনা কপূর খান ও দাদা সইফের ছেলে তৈমুরের সঙ্গে সোহা। করিনা এক বছর আগেই মা হয়েছেন। সোহাকে বিভিন্ন প্রেগন্যান্সি টিপস নাকি দিয়েছিলেন করিনা।
৭ / ১০
মা শর্মিলা ঠাকুরের সঙ্গে ছোটবেলার ছবি। মাদার্স ডে’র দিন এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন সোহা।
৮ / ১০
রাখির দিন দাদা সইফের সঙ্গে পোজ। স্পেশাল ছবি।
৯ / ১০
লন্ডন স্কুল অব ইকনমিক্সে পড়াশোনা করেছেন সোহা। এর পর দেশে ফিরে অভিনয় জগতে প্রবেশ। বলিউডে বেশ কয়েকটি হিট সিনেমা রয়েছে সোহার।