Advertisement
১৯ মে ২০২৪
Entertainment News

‘মিস ক্যালকাটা’ সম্পর্কে এই তথ্যগুলি জানতেন?

১৫ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি। পরের দীর্ঘ ৫৭ বছরে একের পর এক ছবিতে অভিনয়। শুধু অভিনয় নয়, পরিচালনাও করেছেন বহুসিনেমা। আজ ‘মিস ক্যালকাটা’ অপর্ণা সেনের জন্মদিন। তাঁর সম্পর্কে এই তথ্যগুলি জানেন তো?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ১২:৫২
Share: Save:
০১ ১০
অপর্ণা সেনের ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। পরিচালক হিসেবে প্রথম ছবি ‘৩৬ চৌরঙ্গি লেন’-এর জন্য শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় পুরস্কার পান অপর্ণা সেন। এছাড়াও আটটি বিএফজেএ পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৮৭ সালে পদ্মশ্রী পেয়েছিলেন অপর্ণা সেন।

অপর্ণা সেনের ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। পরিচালক হিসেবে প্রথম ছবি ‘৩৬ চৌরঙ্গি লেন’-এর জন্য শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় পুরস্কার পান অপর্ণা সেন। এছাড়াও আটটি বিএফজেএ পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৮৭ সালে পদ্মশ্রী পেয়েছিলেন অপর্ণা সেন।

০২ ১০
নিজের ছবির চিত্রনাট্য নিজেই লেখেন অপর্ণা। যদিও বাণিজ্যিক ছবি পরিচালনা করতে বিন্দুমাত্র আগ্রহী নন এই পরিচালক। এ বিষয়ে তাঁর বক্তব্য,“আমার কাছে সিনেমা আর্ট, সিনেমা সেলুলয়েডের কবিতা। সিনেমা আমার কাছে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা। আর সেই ব্যক্তিগত জায়গায় প্রাইস ট্যাগ লাগানোর কোনও ইচ্ছা আমার নেই।”

নিজের ছবির চিত্রনাট্য নিজেই লেখেন অপর্ণা। যদিও বাণিজ্যিক ছবি পরিচালনা করতে বিন্দুমাত্র আগ্রহী নন এই পরিচালক। এ বিষয়ে তাঁর বক্তব্য,“আমার কাছে সিনেমা আর্ট, সিনেমা সেলুলয়েডের কবিতা। সিনেমা আমার কাছে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা। আর সেই ব্যক্তিগত জায়গায় প্রাইস ট্যাগ লাগানোর কোনও ইচ্ছা আমার নেই।”

০৩ ১০
অপর্ণা সেন কেবল মাত্র বাংলা এবং ইংরেজিতেই সিনেমা তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে তিনি হিন্দি ছবিরও পৃষ্ঠপোষক। যেহেতু হিন্দিটা খুব একটা ভাল বোঝেন না তাই তিনি মনে করেন,ওই ভাষাটা ছবি তৈরি করা তাঁর ঠিক হবে না।

অপর্ণা সেন কেবল মাত্র বাংলা এবং ইংরেজিতেই সিনেমা তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে তিনি হিন্দি ছবিরও পৃষ্ঠপোষক। যেহেতু হিন্দিটা খুব একটা ভাল বোঝেন না তাই তিনি মনে করেন,ওই ভাষাটা ছবি তৈরি করা তাঁর ঠিক হবে না।

০৪ ১০
নিজেরছবির সমস্ত খুঁটিনাটি বিষয় অপর্ণা সেনের নখদর্পণে থাকে। প্রোডাকশন ডিজাইন থেকে সেট ডিজাইন— সমগ্রটাই। দিনকয়েক আগেই তাঁর ‘সোনাটা’ ছবিটি মুক্তি পেয়েছে। সেখানে নিজে অভিনয়ও করেছেন অপর্ণা। তবে, নিজেকে পরিচালনা করাটা বেশ শক্ত কাজ বলেই মনে করেন অপর্ণা। এক সাক্ষাত্কারে অপর্না সেন জানিয়েছেন, যখন মাথায় হাজারো কাজের চিন্তা তখন অভিনয়ে মনোনিবেশ করাটা সত্যিই দুষ্কর।

নিজেরছবির সমস্ত খুঁটিনাটি বিষয় অপর্ণা সেনের নখদর্পণে থাকে। প্রোডাকশন ডিজাইন থেকে সেট ডিজাইন— সমগ্রটাই। দিনকয়েক আগেই তাঁর ‘সোনাটা’ ছবিটি মুক্তি পেয়েছে। সেখানে নিজে অভিনয়ও করেছেন অপর্ণা। তবে, নিজেকে পরিচালনা করাটা বেশ শক্ত কাজ বলেই মনে করেন অপর্ণা। এক সাক্ষাত্কারে অপর্না সেন জানিয়েছেন, যখন মাথায় হাজারো কাজের চিন্তা তখন অভিনয়ে মনোনিবেশ করাটা সত্যিই দুষ্কর।

০৫ ১০
বইয়ের প্রতি তীব্র ঝোঁক অপর্ণার। তাঁকে পুরোদস্তুর বইপোকা বলা চলে। দেশ-বিদেশের নানান বইয়ে মগ্ন থাকেন এই অভিনেত্রী। তাঁর পছন্দসই বইয়ের তালিকা বিরাট। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে মানিক বন্দ্যোপাধ্যায়, চার্লস ডিকেন্স থেকে গাব্রিয়েল গার্সিয়া মার্কেস এবং আরও অনেকেই রয়েছেন রিনাদেবীর প্রিয় লেখকদের তালিকায়। জয় গোস্বামী এবং শ্রীজাতর কবিতাও তাঁর অত্যন্ত পছন্দের।

বইয়ের প্রতি তীব্র ঝোঁক অপর্ণার। তাঁকে পুরোদস্তুর বইপোকা বলা চলে। দেশ-বিদেশের নানান বইয়ে মগ্ন থাকেন এই অভিনেত্রী। তাঁর পছন্দসই বইয়ের তালিকা বিরাট। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে মানিক বন্দ্যোপাধ্যায়, চার্লস ডিকেন্স থেকে গাব্রিয়েল গার্সিয়া মার্কেস এবং আরও অনেকেই রয়েছেন রিনাদেবীর প্রিয় লেখকদের তালিকায়। জয় গোস্বামী এবং শ্রীজাতর কবিতাও তাঁর অত্যন্ত পছন্দের।

০৬ ১০
সমাজের প্রতিও যথেষ্ট দায়িত্বশীল অপর্ণা। বিচারের বাণী যেখানে নীরবে, নিভৃতে কাঁদে সেখানেই তিনি আওয়াজ তোলেন। তা সে নন্দীগ্রাম আন্দোলন হোক বা হোক সে ‘নট ইন মাই নেম’—সমস্ত জায়গাতেই প্রতিবাদের ভাষা হিসেবে নিজেকে তুলে ধরেন।

সমাজের প্রতিও যথেষ্ট দায়িত্বশীল অপর্ণা। বিচারের বাণী যেখানে নীরবে, নিভৃতে কাঁদে সেখানেই তিনি আওয়াজ তোলেন। তা সে নন্দীগ্রাম আন্দোলন হোক বা হোক সে ‘নট ইন মাই নেম’—সমস্ত জায়গাতেই প্রতিবাদের ভাষা হিসেবে নিজেকে তুলে ধরেন।

০৭ ১০
তবে রবি ঠাকুরের গল্পকে যেভাবে সেলুলয়েডে নিয়ে আসার ঢল চারদিকে, সে রাস্তায় হাঁটতে রাজি নন অপর্ণা সেন। ‘৩৬ চৌরঙ্গী লেন’ তৈরি করার পরই ভেবেছিলেন ‘চোখের বালি’ নিয়ে কাজ করবেন। কিন্তু সেই সময় স্বত্ব নিয়ে কিছু দ্বন্দ্বের কারণে আর তা করা হয়নি। যদিও ‘গোরা’ ছবিটি নিয়ে ভবিষ্যতে কাজ করার ইচ্ছাও রয়েছে তাঁর। কিন্তু সে ছবি হলে কাদের দিয়ে অভিনয় করাবেন, পিরিয়ড ফিল্মের ঝক্কি—এ সব ভেবেই বার বার পিছিয়ে আসেন। মেয়ে কঙ্কনাও মাঝেসাঝে তাঁর কাছে রবি ঠাকুরের গল্প নিয়ে ছবি তৈরির বায়না করে থাকেন।

তবে রবি ঠাকুরের গল্পকে যেভাবে সেলুলয়েডে নিয়ে আসার ঢল চারদিকে, সে রাস্তায় হাঁটতে রাজি নন অপর্ণা সেন। ‘৩৬ চৌরঙ্গী লেন’ তৈরি করার পরই ভেবেছিলেন ‘চোখের বালি’ নিয়ে কাজ করবেন। কিন্তু সেই সময় স্বত্ব নিয়ে কিছু দ্বন্দ্বের কারণে আর তা করা হয়নি। যদিও ‘গোরা’ ছবিটি নিয়ে ভবিষ্যতে কাজ করার ইচ্ছাও রয়েছে তাঁর। কিন্তু সে ছবি হলে কাদের দিয়ে অভিনয় করাবেন, পিরিয়ড ফিল্মের ঝক্কি—এ সব ভেবেই বার বার পিছিয়ে আসেন। মেয়ে কঙ্কনাও মাঝেসাঝে তাঁর কাছে রবি ঠাকুরের গল্প নিয়ে ছবি তৈরির বায়না করে থাকেন।

০৮ ১০
ছবিতে স্টারদের কাস্ট করায় ঘোরতর আপত্তি রেয়েছে সেনের। কেননা তারকাদের হ্যান্ডেল করাটা বেশ শক্ত বলে মনে করেন অপর্ণা সেন। এই বিষয়ে তাঁর মতামত,‘তারকারা দেখা হলেই বলেন আপনার সঙ্গে কাজ করতে চাই। কিন্তু আদতে যখন স্ক্রিপ্ট পড়ানোর পালা আসে, সকলেই গায়েব হয়ে যায়।’

ছবিতে স্টারদের কাস্ট করায় ঘোরতর আপত্তি রেয়েছে সেনের। কেননা তারকাদের হ্যান্ডেল করাটা বেশ শক্ত বলে মনে করেন অপর্ণা সেন। এই বিষয়ে তাঁর মতামত,‘তারকারা দেখা হলেই বলেন আপনার সঙ্গে কাজ করতে চাই। কিন্তু আদতে যখন স্ক্রিপ্ট পড়ানোর পালা আসে, সকলেই গায়েব হয়ে যায়।’

০৯ ১০
নারী চরিত্রের জটিলতা, দ্বন্দ্ব এই সব বিষয়কে সেলুলয়েডে তুলে ধরতে পছন্দ করেন অপর্ণা সেন।

নারী চরিত্রের জটিলতা, দ্বন্দ্ব এই সব বিষয়কে সেলুলয়েডে তুলে ধরতে পছন্দ করেন অপর্ণা সেন।

১০ ১০
এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, পরিচালনা না কি অভিনয়— কোনটায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? তিনি বেছে নিয়েছিলেন পরিচালনাকেই। আর বলেছিলেন,‘অভিনেত্রীর থেকেও আমি একজন ভাল পরিচালক। পরিচালনা আমার কাছে অনেক সন্তুষ্টির। অন্যের ধারণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয় না।’

এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, পরিচালনা না কি অভিনয়— কোনটায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? তিনি বেছে নিয়েছিলেন পরিচালনাকেই। আর বলেছিলেন,‘অভিনেত্রীর থেকেও আমি একজন ভাল পরিচালক। পরিচালনা আমার কাছে অনেক সন্তুষ্টির। অন্যের ধারণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয় না।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE