
বিশ্বের সব ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বড় বলিউড। একশো বছরেরও বেশি সময় ধরে সিনেমা শিল্পে অবদান রয়েছে এই ইন্ডাস্ট্রির। শুধু অভিনয় আর ফিল্ম তৈরিই নয়, অভিনেতাদের নিজস্ব কিছু রেকর্ডও রয়েছে। যে কারণে তাঁদের নাম রয়েছে ‘দ্য গিনেস বুক অব ওয়ার্ল্ড’-এর রেকর্ডবুকে। গ্যালারির পাতায় এমনই কয়েক জন বলি অভিনেতার খোঁজ।

ললিতা পওয়ার। বলিউডের এক জন জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী। ৮১ বছর বয়সে ১৯৯৮ সালে প্রয়াত হন তিনি। বলিউডের বহু ছবিতে বিভিন্ন অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। হিন্দি, গুজরাতি, মরাঠি মিলিয়ে প্রায় ৭০০ ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। ১২ বছর বয়স থেকে টানা ৭০ বছর অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দীর্ঘতম ফিল্ম কেরিয়ারের জন্য তাঁর নাম রয়েছে ‘গিনেস বুক’-এ।