৪৭ বছর পর সাবেক পারস্য দেশে যেন ইতিহাসের পুনরাবৃত্তি! কট্টরপন্থী শিয়া ‘ধর্মগুরু’ পরিচালিত সরকারকে গদি থেকে সরাতে রাস্তায় নেমেছে গোটা দেশের মানুষ। এ-হেন গণআন্দোলন ২১ শতকে ওই উপসাগরীয় দেশে ফেরাবে রাজশাহি? না কি এ বারও ব্যর্থ হবে সেই প্রচেষ্টা? বিক্ষোভকারীদের স্লোগান ও প্রতিবাদের ধরন দেখে জল্পনার আগুনে ঘি ঢালছেন বিশ্লেষকদের একাংশ। তবে এর উল্টো মতও রয়েছে। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধদের আলোচনায় বসার ডাক দিয়েছেন খোদ দেশের প্রেসিডেন্ট।
নতুন বছরের শুরুতেই প্রবল গণবিক্ষোভের মুখে পড়ে ইরান। এ বারের আন্দোলনের মূল স্লোগান মূলত দুটো, ‘রেজ়া পহেলভি ফিরে আসবেন, এটাই চূড়ান্ত যুদ্ধ’ এবং ‘একনায়কের মৃত্যু চাই’। এর সঙ্গে ১৯৭৯ সালের ইসলামীয় বিপ্লবের একাধিক মিল খুঁজে পাচ্ছেন দুনিয়ার তাবড় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। ওই সময় ঠিক এ ভাবেই তেহরানের রাজাকে গদি থেকে টেনে নামিয়েছিল ক্ষুব্ধ আমজনতা। তিনি পালাতেই বিদেশ থেকে এসে সাবেক পারস্য মুলুকের হাল ধরেন কট্টরপন্থী শিয়া ‘ধর্মগুরু’ আয়াতোল্লা রুহুল্লাহ খোমেনি।