Advertisement
১৪ জানুয়ারি ২০২৬
Bollywood

স্রেফ জ্যোতিষীর কথা শুনে নাম পাল্টে ফেলেছেন এই বলি তারকারা

গ্ল্যামার দুনিয়ার ইঁদুর দৌড়ে টিকে থাকতে এমন হাজারও টোটকা ব্যবহার করেন বলিউড সেলেবরা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ মে ২০১৯ ১৭:৪৮
Share: Save:
০১ ১০
হাত ভর্তি তাগা কারও। কারও আবার দশ আঙুলে আঙটি দশ রকমের। গ্ল্যামার দুনিয়ার ইঁদুর দৌড়ে টিকে থাকতে এমন হাজারও টোটকা ব্যবহার করেন বলিউড সেলেবরা। ভাগ্য ফেরাতে পিতৃদত্ত নাম-পদবিও পাল্টে ফেলেছেন অনেকে। এমনই কয়েকজন প্রিয় তারকাকে চিনে নিন।

হাত ভর্তি তাগা কারও। কারও আবার দশ আঙুলে আঙটি দশ রকমের। গ্ল্যামার দুনিয়ার ইঁদুর দৌড়ে টিকে থাকতে এমন হাজারও টোটকা ব্যবহার করেন বলিউড সেলেবরা। ভাগ্য ফেরাতে পিতৃদত্ত নাম-পদবিও পাল্টে ফেলেছেন অনেকে। এমনই কয়েকজন প্রিয় তারকাকে চিনে নিন।

০২ ১০
রানি মুখোপাধ্যায়: বলিউডের অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী তিনি। কিন্তু পর পর বেশ কয়েকটি ছবি ফ্লপ করার পর, নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সেইসময় জ্যোতিষীর পরামর্শে ইংরেজিতে পদবি লেখার সময় Mukherjee-র বদলে Mukerjee লিখতে শুরু করেন।

রানি মুখোপাধ্যায়: বলিউডের অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী তিনি। কিন্তু পর পর বেশ কয়েকটি ছবি ফ্লপ করার পর, নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সেইসময় জ্যোতিষীর পরামর্শে ইংরেজিতে পদবি লেখার সময় Mukherjee-র বদলে Mukerjee লিখতে শুরু করেন।

০৩ ১০
আয়ুষ্মান খুরানা: ছবি বাছার সময় ষষ্ঠ ইন্দ্রিয়ের উপর ভরসা করেন আয়ুষ্মান। কিন্তু সাফল্যের জন্য চোখ বন্ধ করে ভরসা করেন জ্যোতিষীকে। সংখ্যাতত্ত্ব মেনে ইংরেজিতে নিজের পুরো নাম Ayushaman Khurana-র বদলে Ayushmann Khurrana লিখতে শুরু করেছেন।

আয়ুষ্মান খুরানা: ছবি বাছার সময় ষষ্ঠ ইন্দ্রিয়ের উপর ভরসা করেন আয়ুষ্মান। কিন্তু সাফল্যের জন্য চোখ বন্ধ করে ভরসা করেন জ্যোতিষীকে। সংখ্যাতত্ত্ব মেনে ইংরেজিতে নিজের পুরো নাম Ayushaman Khurana-র বদলে Ayushmann Khurrana লিখতে শুরু করেছেন।

০৪ ১০
করিশ্মা কপূর: ‘শো ম্যান’ রাজ কপূরের নাতনি তিনি। সাফল্য পেতে তেমন কষ্ট করতে হয়নি। কিন্তু ব্যক্তিগত জীবনে কম ঝড়-ঝাপটা সইতে হয়নি তাঁকে। তার পর থেকে অভিনয়েও তেমন সুযোগ পাননি। জ্যোতিষীর পরামর্শ মেনে তাই ইংরেজিতে নিজের নাম থেকে ‘h’ বাদ দিয়েছেন  তিনি।

করিশ্মা কপূর: ‘শো ম্যান’ রাজ কপূরের নাতনি তিনি। সাফল্য পেতে তেমন কষ্ট করতে হয়নি। কিন্তু ব্যক্তিগত জীবনে কম ঝড়-ঝাপটা সইতে হয়নি তাঁকে। তার পর থেকে অভিনয়েও তেমন সুযোগ পাননি। জ্যোতিষীর পরামর্শ মেনে তাই ইংরেজিতে নিজের নাম থেকে ‘h’ বাদ দিয়েছেন তিনি।

০৫ ১০
অজয় দেবগণ: তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না অতি বড় নিন্দুকও। কিন্তু এ হেন অজয় দেবগণও একসময় নিরাপত্তাহীনতায় ভুগতেন। পর পর বেশ কয়েকটি ছবি মুখ থুবড়ে পড়লে জ্যোতিষীর পরামর্শ মেনে ইংরেজিতে নিজের পদবিDevgan থেকে পাল্টে Devgn করেন।

অজয় দেবগণ: তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না অতি বড় নিন্দুকও। কিন্তু এ হেন অজয় দেবগণও একসময় নিরাপত্তাহীনতায় ভুগতেন। পর পর বেশ কয়েকটি ছবি মুখ থুবড়ে পড়লে জ্যোতিষীর পরামর্শ মেনে ইংরেজিতে নিজের পদবিDevgan থেকে পাল্টে Devgn করেন।

০৬ ১০
রাজকুমার রাও: বর্তমান প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান অভিনেতা বলে পরিচিত রাজকুমার। কিন্তু অনেক ঝড় ঝাপটা সয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি এবং তাতে সাহায্য নিয়েছেন জ্যোতিষীরও। তবে নামের অক্ষরে হেরফের ঘটাননি তিনি, বরং নিজের পদবি পাল্টে যাদব থেকে রাও করে নিয়েছেন।

রাজকুমার রাও: বর্তমান প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান অভিনেতা বলে পরিচিত রাজকুমার। কিন্তু অনেক ঝড় ঝাপটা সয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি এবং তাতে সাহায্য নিয়েছেন জ্যোতিষীরও। তবে নামের অক্ষরে হেরফের ঘটাননি তিনি, বরং নিজের পদবি পাল্টে যাদব থেকে রাও করে নিয়েছেন।

০৭ ১০
সুনীল শেট্টি: কেরিয়ারের মধ্যগগনে থাকার সময় ইংরেজিতে নিজের নাম Sunil Shetty-ই লিখতেন তিনি। তবে বেশ কয়েক বছর বলিউড থেকে গায়েব থাকার পর নতুন করে অভিনয়ে ফিরেছেন। তার আগে জ্যোতিষীর পরামর্শে নিজের নামের বানান পাল্টে Suniel করে নিয়েছেন তিনি।

সুনীল শেট্টি: কেরিয়ারের মধ্যগগনে থাকার সময় ইংরেজিতে নিজের নাম Sunil Shetty-ই লিখতেন তিনি। তবে বেশ কয়েক বছর বলিউড থেকে গায়েব থাকার পর নতুন করে অভিনয়ে ফিরেছেন। তার আগে জ্যোতিষীর পরামর্শে নিজের নামের বানান পাল্টে Suniel করে নিয়েছেন তিনি।

০৮ ১০
তুষার কপূর: বলিউডে শুরুটা ভালই করেছিলেন জিতেন্দ্র-পুত্র। কিন্তু একের পর এক ব্যর্থতায় নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন। তখন সংখ্যাতত্ত্ব মেনে নিজের নাম পাল্টে Tushar থেকে Tusshar করে নেন তিনি। কিন্তু তাতেও ভাগ্য খুব একটা পাল্টায়নি। বরং এখন শুধুমাত্র পার্শ্ব চরিত্রেই দেখা যায় তাঁকে।

তুষার কপূর: বলিউডে শুরুটা ভালই করেছিলেন জিতেন্দ্র-পুত্র। কিন্তু একের পর এক ব্যর্থতায় নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন। তখন সংখ্যাতত্ত্ব মেনে নিজের নাম পাল্টে Tushar থেকে Tusshar করে নেন তিনি। কিন্তু তাতেও ভাগ্য খুব একটা পাল্টায়নি। বরং এখন শুধুমাত্র পার্শ্ব চরিত্রেই দেখা যায় তাঁকে।

০৯ ১০
বিবেক ওবেরয়: তাঁকে নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু সলমন খানের সঙ্গে ঝামেলা পাকিয়ে নিজেই নিজের পায়ে কুড়ুল মারেন। জ্যোতিষীর পরামর্শে ইংরেজিতে নামের বানান Vivek থেকে Viveik করে নেন। তবে তাতেও পরিস্থিতি খুব একটা পাল্টায়নি।

বিবেক ওবেরয়: তাঁকে নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু সলমন খানের সঙ্গে ঝামেলা পাকিয়ে নিজেই নিজের পায়ে কুড়ুল মারেন। জ্যোতিষীর পরামর্শে ইংরেজিতে নামের বানান Vivek থেকে Viveik করে নেন। তবে তাতেও পরিস্থিতি খুব একটা পাল্টায়নি।

১০ ১০
অধ্যয়ন সুমন: ঢাকঢোল পিটিয়েই বলিউডে ডেবিউ হয়েছিল শেখর সুমনের ছেলে অধ্যয়নের। তবে অভিনয়ের চেয়ে কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক নিয়েই খবরে ছিলেন তিনি। সেই সম্পর্কে ইতি পড়ার সঙ্গে সঙ্গেই বলিউড থেকে গায়েব হয়ে যান অধ্যয়ন। ইংরেজিতে নামের বানান পাল্টে Adhyayan থেকে Adhyan করেছিলেন বটে। তবে লাভ হয়নি।

অধ্যয়ন সুমন: ঢাকঢোল পিটিয়েই বলিউডে ডেবিউ হয়েছিল শেখর সুমনের ছেলে অধ্যয়নের। তবে অভিনয়ের চেয়ে কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক নিয়েই খবরে ছিলেন তিনি। সেই সম্পর্কে ইতি পড়ার সঙ্গে সঙ্গেই বলিউড থেকে গায়েব হয়ে যান অধ্যয়ন। ইংরেজিতে নামের বানান পাল্টে Adhyayan থেকে Adhyan করেছিলেন বটে। তবে লাভ হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy