শুক্রবার থেকে শুরু হয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল), যা মহিলাদের আইপিএল নামে অধিক পরিচিত। ডব্লিউপিএলে চতুর্থ মরসুমের উদ্বোধনী অনুষ্ঠান পারফর্ম করেন জ্যাকলিন ফার্নান্ডেজ়, হারনাজ় সিংহ সান্ধু এবং হানি সিংহ। কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠানে নজর কাড়লেন তন্বী সঞ্চালিকা। তাঁর রূপে-গুণে মুগ্ধ হয়ে গিয়েছেন ক্রিকেট অনুরাগীরা। তাঁর পরিচয় নিয়ে কৌতূহলও তৈরি হয়েছে সকলের মনে।