Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Entertainment News

ইতিহাসের পাতায় বলিউড, এই ছবিগুলি আপনি দেখেছেন?

বলিউডে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ছবি তৈরি হয়। কিন্তু, ইতিহাসভিত্তিক ছবিগুলিআজও দর্শকদের মন জয় করে। কারণ, কথায় বলে ইতিহাসের কখনও মৃত্যু হয় না। সেজন্যই হয়তো ‘মুঘল-এ-আজম’, ‘অশোকা’, ‘হে রাম’-এর মতো ছবি এখনও দর্শকদের ‘মাস্ট ওয়াচ’ তালিকায় থাকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ১৫:০৬
Share: Save:
০১ ০৮
পেশোয়া বাজিরাওয়ের প্রেমকাহিনি এবং তাঁর রাজধর্ম পালনের গল্প বলা হয়েছে ‘বাজিরাও মস্তানি’ ছবিতে। দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ এবং প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত এই ছবি তৈরি করেছিলেন সঞ্জয় লীলা ভংশালী। ছবিটি কিন্তু বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছিল। ছবিটি মুক্তি পেয়েছে ২০১৫ সালে।

পেশোয়া বাজিরাওয়ের প্রেমকাহিনি এবং তাঁর রাজধর্ম পালনের গল্প বলা হয়েছে ‘বাজিরাও মস্তানি’ ছবিতে। দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ এবং প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত এই ছবি তৈরি করেছিলেন সঞ্জয় লীলা ভংশালী। ছবিটি কিন্তু বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছিল। ছবিটি মুক্তি পেয়েছে ২০১৫ সালে।

০২ ০৮
মোগল সম্রাট আকবরের প্রেমকাহিনি নির্ভর এই ছবি তৈরি করেছিলেন আশুতোষ গোয়াড়েকর। সম্রাট আকবরের রাজধর্ম এবং জোধাবাঈয়ের সঙ্গে তাঁর প্রেম— দুই-ই দেখানো হয়েছে এই ছবিতে। হৃতিক রোশন এবং ঐশ্বর্যা রাই অভিনীত এই ছবি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে।

মোগল সম্রাট আকবরের প্রেমকাহিনি নির্ভর এই ছবি তৈরি করেছিলেন আশুতোষ গোয়াড়েকর। সম্রাট আকবরের রাজধর্ম এবং জোধাবাঈয়ের সঙ্গে তাঁর প্রেম— দুই-ই দেখানো হয়েছে এই ছবিতে। হৃতিক রোশন এবং ঐশ্বর্যা রাই অভিনীত এই ছবি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে।

০৩ ০৮
পাকিস্তানি ঔপন্যাসিক বাপসি সিদওয়ার আত্মজীবনীমূলক উপন্যাস থেকে এই ছবির কাহিনি অনুপ্রাণিত। পরিচালক দীপা মেহতার এই ছবি ভারতের বাইরেও ব্যাপক সাড়া ফেলেছিল। লাহৌর নিবাসী এক আট বছরের মেয়ের চোখ দিয়ে দেশভাগের গল্প রয়েছে ‘১৯৪৭ আর্থ’ ছবিতে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা বিদেশি ভাষায় ছবি বিভাগে মনোনীত হয়েছিল এই ছবি। বক্স অফিসে ব্যবসাও ছিল প্রায় তিন কোটি টাকা।

পাকিস্তানি ঔপন্যাসিক বাপসি সিদওয়ার আত্মজীবনীমূলক উপন্যাস থেকে এই ছবির কাহিনি অনুপ্রাণিত। পরিচালক দীপা মেহতার এই ছবি ভারতের বাইরেও ব্যাপক সাড়া ফেলেছিল। লাহৌর নিবাসী এক আট বছরের মেয়ের চোখ দিয়ে দেশভাগের গল্প রয়েছে ‘১৯৪৭ আর্থ’ ছবিতে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা বিদেশি ভাষায় ছবি বিভাগে মনোনীত হয়েছিল এই ছবি। বক্স অফিসে ব্যবসাও ছিল প্রায় তিন কোটি টাকা।

০৪ ০৮
‘সরফরোশি কি তমন্না অব হমারে দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনা বাজু-এ-কাতিল মে হ্যায়।’ ভগত সিংহের জীবন নিয়ে বলিউডে বেশ কয়েকটি ছবি তৈরি হয়েছে। তবে অজয় দেবগণ অভিনীত ‘দ্য লেজেন্ড অব ভগত সিংহ’ কিন্তু সেই তালিকায় সবচেয়ে উপরে। এই ছবিতে অভিনয় করেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন অজয়। দেশের স্বাধীনতা সংগ্রামের কাহিনিই দেখানো হয়েছে ছবিতে।

‘সরফরোশি কি তমন্না অব হমারে দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনা বাজু-এ-কাতিল মে হ্যায়।’ ভগত সিংহের জীবন নিয়ে বলিউডে বেশ কয়েকটি ছবি তৈরি হয়েছে। তবে অজয় দেবগণ অভিনীত ‘দ্য লেজেন্ড অব ভগত সিংহ’ কিন্তু সেই তালিকায় সবচেয়ে উপরে। এই ছবিতে অভিনয় করেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন অজয়। দেশের স্বাধীনতা সংগ্রামের কাহিনিই দেখানো হয়েছে ছবিতে।

০৫ ০৮
সেলিম ও আনারকলির প্রেমকাহিনি। এই মহাকাব্যিক ইতিহাস নির্ভর ড্রামা মুক্তি পেয়েছিল ১৯৬০ সালে। ছবিতে বাবা ও ছেলের মতপার্থক্য নিয়ে চিত্রনাট্য তৈরি হয়েছিল। ছিল সামাজিক দায়িত্ব এবং সে কালের মহিলাদের কথাও। পরিচালক কে আসিফের তৈরি এই ছবি বক্স অফিসেও ভাল ব্যবসা করেছিল। সে সময় কয়েক কোটি টাকা ব্যবসা করেছিল এই ছবি।

সেলিম ও আনারকলির প্রেমকাহিনি। এই মহাকাব্যিক ইতিহাস নির্ভর ড্রামা মুক্তি পেয়েছিল ১৯৬০ সালে। ছবিতে বাবা ও ছেলের মতপার্থক্য নিয়ে চিত্রনাট্য তৈরি হয়েছিল। ছিল সামাজিক দায়িত্ব এবং সে কালের মহিলাদের কথাও। পরিচালক কে আসিফের তৈরি এই ছবি বক্স অফিসেও ভাল ব্যবসা করেছিল। সে সময় কয়েক কোটি টাকা ব্যবসা করেছিল এই ছবি।

০৬ ০৮
মুন্সি প্রেমচাঁদের লেখা একটি ছোটগল্পকে নির্ভর করে এই ‘শতরঞ্জ কে খিলাড়ি’ ছবিটি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। দাবা খেলায় মত্ত দুই প্রধান চরিত্রের নাম ছিল মির্জা সাজ্জাদ আলি এবং মির রৌশন আলি। দাবা খেলতে গিয়েই নিজেদের পরিবার এবং সমাজকেভুলে গিয়েছিলেন তাঁরা। ব্রিটিশরা তারই সুযোগে দখল করে নিয়েছিল লখনউ। উত্তর ভারতের রাজপরিবারের এই কাহিনি কিন্তু ইতিহাস নির্ভর ছবিগুলির মধ্যে অন্যতম সেরা।

মুন্সি প্রেমচাঁদের লেখা একটি ছোটগল্পকে নির্ভর করে এই ‘শতরঞ্জ কে খিলাড়ি’ ছবিটি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। দাবা খেলায় মত্ত দুই প্রধান চরিত্রের নাম ছিল মির্জা সাজ্জাদ আলি এবং মির রৌশন আলি। দাবা খেলতে গিয়েই নিজেদের পরিবার এবং সমাজকেভুলে গিয়েছিলেন তাঁরা। ব্রিটিশরা তারই সুযোগে দখল করে নিয়েছিল লখনউ। উত্তর ভারতের রাজপরিবারের এই কাহিনি কিন্তু ইতিহাস নির্ভর ছবিগুলির মধ্যে অন্যতম সেরা।

০৭ ০৮
বলিউডে মহাত্মা গাঁধীর জীবন নির্ভর ছবিগুলির মধ্যে অন্যতম সেরা ‘হে রাম’। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি সেট এবং কমল হাসন-শাহরুখের অভিনয় কিন্তু দেখার মতো এই ছবিতে।২০০০ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। কমল হাসনই এই ছবির পরিচালক ও প্রযোজক।

বলিউডে মহাত্মা গাঁধীর জীবন নির্ভর ছবিগুলির মধ্যে অন্যতম সেরা ‘হে রাম’। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি সেট এবং কমল হাসন-শাহরুখের অভিনয় কিন্তু দেখার মতো এই ছবিতে।২০০০ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। কমল হাসনই এই ছবির পরিচালক ও প্রযোজক।

০৮ ০৮
২০০১-এ মুক্তি পেয়েছিল অশোকা। মৌর্য বংশের সম্রাট অশোকের জীবন নিয়ে তৈরি ছবির প্লট। সন্তোষ শিবন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, করিনা কপূর। ছবিটি ভারতের বাইরে লন্ডন এবং উত্তর আমেরিকায় দর্শকদের মন জয় করেছিল। ভেনিস ও টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ‘অশোকা’ দেখানো হয়েছিল।

২০০১-এ মুক্তি পেয়েছিল অশোকা। মৌর্য বংশের সম্রাট অশোকের জীবন নিয়ে তৈরি ছবির প্লট। সন্তোষ শিবন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, করিনা কপূর। ছবিটি ভারতের বাইরে লন্ডন এবং উত্তর আমেরিকায় দর্শকদের মন জয় করেছিল। ভেনিস ও টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ‘অশোকা’ দেখানো হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE