ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান চালিয়ে খোদ দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া। ‘চিরশত্রু’ রাশিয়ার তেলবাহী জাহাজ আটক করা। কিংবা ঘরোয়া কোন্দলকে কেন্দ্র করে ইরানকে ক্রমাগত হুমকি-হুঁশিয়ারি। নতুন বছরের গোড়াতেই মার্কিন ‘দৌরাত্ম্যে’ ত্রাহিমাম অবস্থা বিশ্বের একাধিক দেশে। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের উপর পাল্টা প্রত্যাঘাত শানাতে জোট বাঁধল ‘ব্রিকস প্লাস’ ভুক্ত চারটি দেশ। যুক্তরাষ্ট্রের ‘লাল চোখ’কে উপেক্ষা করে যৌথ সামরিক মহড়ায় নেমেছে তাদের নৌবাহিনী। এর জেরে আটলান্টিকে ‘ক্ল্যাশ অফ টাইটানস’-এর আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।
চলতি বছরের ১০ জানুয়ারি থেকে সাউথ আফ্রিকার কেপটাউন উপকূলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী যৌথ নৌমহড়া। এতে অংশ নেওয়া বাকি তিনটি দেশ হল রাশিয়া, গণপ্রজাতন্ত্রী চিন (পিপলস রিপাবলিক অফ চায়না) এবং ইরান। এই যুদ্ধাভ্যাসের পোশাকি নাম ‘উইল ফর পিস ২০২৬’। বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট মহড়াকে ‘অপরিহার্য’ বলে উল্লেখ করেছে অংশগ্রহণকারী ‘ব্রিকস প্লাস’-এর ওই চার ‘বন্ধু’। তাৎপর্যপূর্ণ বিষয় হল, কয়েক দিন আগেই উত্তর আটলান্টিকে রুশ তেলবাহী জাহাজ মেরিনেরাকে ‘অপহরণ’ করে মার্কিন ফৌজ। ঠিক তার পরেই শুরু হল এই যুদ্ধাভ্যাস।