Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Entertainment News

বলিউড প্রযোজক শংকর কিনাগী প্রয়াত

ষাটের দশকের মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে শংকর কিনাগী এক বিশেষ নাম ছিলেন।

দিলীপ কুমারের সঙ্গে শংকর।

দিলীপ কুমারের সঙ্গে শংকর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৩
Share: Save:

চলে গেলেন শংকর কিনাগী। ফুসফুসে সংক্রমণে রবিবারতিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ষাটের দশকের মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে শংকর কিনাগী এক বিশেষ নাম ছিলেন। অভিনেতা দিলীপ কুমারের অত্যন্ত আস্থাভাজন এই মানুষটি লেখক হিসেবে মুম্বই ইন্ডাস্ট্রিকে চমকে দিয়েছিলেন। সঞ্জীব কুমার, ওয়াহিদা রহমান অভিনীত ‘শুভ ও শ্যাম’ছবিটির চিত্রনাট্যকার ছিলেন তিনি। অন্য দিকে ‘গঙ্গা যমুনা’, ‘কাঠপুতলি’র মতো ছবির চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন।

দিলীপ কুমারের জন্যই ‘শক্তি’ছবির প্রযোজনার কাজে নির্দ্বিধায় নিজের হাত বাড়িয়ে দেন। ছবির প্রতি অসম্ভব প্যাশন থেকে ‘প্যায়াসি নদী’, ‘কানুন কা শিকার’-এর মতো ছবির প্রযোজনার জন্য এগিয়ে আসেন তিনি। সিনেমার প্রতি তাঁরএই অদম্য ভালবাসার ধারা অব্যাহত আছে আজও, পুত্র রবি কিনাগীর মধ্য দিয়ে। আনন্দবাজার ডিজিটালকে রবি তাঁর বাবার মৃত্যুর কথা জানান।

আরও পড়ুন, একার লড়াই চালাতেন ঋতুপর্ণ, যে লড়াইয়ের পরে আলো আসে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bollywood Death Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE