Advertisement
০৪ মার্চ ২০২৪
Entertainment News

কঙ্গনা-হৃতিক বিতর্কে কী বলছে বলিউড

২০১৬। মার্চ-এপ্রিল। সোশ্যাল মিডিয়ার খেউর, ফিল্মি গসিপ, আইনি নোটিস— এ সব যদি প্রপস হয়, তা ব্যবহার করে বলিউডের দ্বন্দ্বসমাসের ধারাটাকেই যেন বদলে দিয়েছিলেন দুই সেলেব। হৃতিক রোশন ও কঙ্গনা রানাওয়াত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৭ ১২:০৮
Share: Save:

২০১৬। মার্চ-এপ্রিল। সোশ্যাল মিডিয়ার খেউর, ফিল্মি গসিপ, আইনি নোটিস— এ সব যদি প্রপস হয়, তা ব্যবহার করে বলিউডের দ্বন্দ্বসমাসের ধারাটাকেই যেন বদলে দিয়েছিলেন দুই সেলেব। হৃতিক রোশন ও কঙ্গনা রানাওয়াত। আজও নিজেদের ব্যক্তিগত সম্পর্কের পোস্টমর্টেম নিয়েই তাঁরা লাইমলাইটে। ‘কৃষ থ্রি’ থেকে শুরু হওয়া তাঁদের ‘আশিকি’ এখন একেবারে ‘কাট্টি বাট্টি’র পর্যায়ে। তবে এই লড়াইয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে ঢুকে প়ড়েছিলেন অনেকেই। এক্সপার্ট কমেন্ট দিয়েছেন তাঁরা। এক নজরে দেখে নেওয়া যাক এই তালিকায় কে কে রয়েছেন।

আরও পড়ুন, শারীরিক হেনস্থাকারীর নাম প্রকাশ্যে আনলেন কঙ্গনা?

আরও পড়ুন, ‘মেয়েরা যে কোনও সময় প্রেগন্যান্ট হয়ে পড়ে, আমারও ভয় ছিল’

আরও পড়ুন, ‘বাবার বয়সী একটা লোক আমাকে শারীরিক ভাবে হেনস্থা করেছিল’

আরও পড়ুন, এক বলি অভিনেত্রীর জন্য হৃতিকের সঙ্গে ব্রেকআপ হয় কঙ্গনার?

আরও পড়ুন, ফের সংসার পাততে চলেছেন হৃতিক-সুজান?

আরও পড়ুন, পাবলিসিটি স্টান্ট? কঙ্গনাকে খোলা চিঠি সোনা মহাপাত্রের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE