Celebrity Wedding: Have a look at Bollywood producer son Akshay Gada’s Wedding Reception dgtl
Celebrity Wedding
বলিউডে ফের বিয়েবাড়ি, তারকাদের উজ্জ্বল উপস্থিতি, দেখে নিন অ্যালবাম
বলিউডে বিয়েবাড়ি লেগেই রয়েছে। আর বলি সেলেবদের বিয়েবাড়ি মানেই জমজমাট আসর, চাঁদের হাট। কে কেমন সাজলেন, কতটা ভাল লাগছে কাকে, তা দেখে নিন
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৯ ১৫:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
বলিউডে বিয়েবাড়ি লেগেই রয়েছে। আর বলি সেলেবদের বিয়েবাড়ি মানেই জমজমাট আসর, চাঁদের হাট। কে কেমন সাজলেন, কতটা ভাল লাগছে কাকে, তা দেখে নিন। এ বার বলিউড প্রযোজকের ছেলের বিয়ে। উর্বশী রাউতেলা থেকে বনি কপূর-সহ অসংখ্য তারকার উপস্থিতি ছিল বিয়েবাড়িতে।দেখে নিন অ্যালবাম।
০২১৪
প্রযোজক ও পরিবেশক জয়ন্তীলাল গাদার ছেলে অক্ষয়ের বিয়ে হল। ‘কাহানি’, ‘শিবায়ে’, ‘হেলিকপ্টার এলা’-সহ বেশ কয়েকটি ছবির সঙ্গে যুক্ত ছিলেন জয়ন্তীলাল। অক্ষয়ও বাবার সঙ্গে এই কাজে যুক্ত রয়েছেন। তারকা মহলে তাঁর অবাধ যাতায়াত। উপস্থিত ছিলেন কেতন মেটা, দীপা শাহিরা।