আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। নিজের ভালবাসার মানুষকে বিয়ে করতে চলেছেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। অন্তত ইন্ডাস্ট্রিতে তেমনই গুঞ্জন। এর মধ্যেই সামনে এল অনুষ্কার পুরনো একটি সাক্ষাত্কার। যেখানে তিনি স্বীকার করেছিলেন, বিরাট নন, তাঁর ফার্স্ট ক্রাশ ছিলেন অন্য কেউ।
সিফি ডট কমকে দেওয়া এক সাক্ষাত্কারে অনুষ্কা জানিয়েছিলেন, তাঁর ফার্স্ট ক্রাশ ছিলেন ভারতীয় সেনার মেজর গোপী সিংহ রাঠৌর। অনুষ্কা বলেছিলেন, ‘‘আমার রিয়েল লাইফ হিরো মেজর গোপী সিংহ রাঠৌর। সত্যিটা হল, ও ছিল আমার ফার্স্ট ক্রাশ। কিন্তু ও আর আমাদের মধ্যে নেই। জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ওঁর মৃত্যু হয়।’’
মেজর রাঠৌর দেহরাদূনে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির ১৯৯২ ব্যাচের অফিসার ছিলেন। ‘সোর্ড অফ অনার’ সম্মান পেয়েছিলেন তিনি। প্রসঙ্গত অনুষ্কার বাবা অজয় কুমার শর্মাও ভারতীয় সেনা অফিসার ছিলেন। ১৬ গাঢ়ওয়াল রাইফেলের অফিসার ছিলেন গোপী। ২০০৫-এর ১০ নভেম্বর জঙ্গিদের গুলিতে প্রাণ হারান তিনি।