Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Entertainment News

ইনিই নাকি কৃষ্ণ?

চিনতে পারছেন? ইনিই কৃষ্ণ! ‘মহাভারত’-এর কৃষ্ণ।

‘মহেঞ্জোদড়ো’ ছবিতে এই লুকেই দেখা গিয়েছিল নীতীশকে।

‘মহেঞ্জোদড়ো’ ছবিতে এই লুকেই দেখা গিয়েছিল নীতীশকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ১৭:০৫
Share: Save:

চিনতে পারছেন? ইনিই কৃষ্ণ! ‘মহাভারত’-এর কৃষ্ণ। অর্থাত্ অভিনেতা নীতীশ ভরদ্বাজ।

আরও পড়ুন, পরের ছবির জন্য ছ’কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন করিনা?

টেলিভিশনে বি আর চোপড়ার ‘মহাভারত’ এক সময় ঘুম কেড়ে নিয়েছিল দর্শকদের। টেলিকাস্টের সময় নাকি রাস্তা ফাঁকা হয়ে যেত— এতটাই জনপ্রিয়তা পেয়েছিল ওই টেলি সিরিয়ালটি। সেই মেগায় কৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন নীতীশ ভরদ্বাজ। উপরের ছবিটিও তাঁর। ‘মহেঞ্জোদড়ো’ ছবিতে এই লুকেই দেখা গিয়েছিল নীতীশকে। ২০১৬-এ মুক্তিপ্রাপ্ত এই ছবিতেই তাঁকে শেষ বার দেখা গিয়েছে বড়পর্দায়।

একইসঙ্গে টেলিভিশন ও ফিল্মে কেরিয়ার শুরু করেছিলেন নীতীশ। ‘আজব গজব ঘর জামাই’ তাঁর টেলিভিশনের জনপ্রিয় কাজ। জাতীয় পুরস্কার জয়ী ছবি ‘ত্রিশাঙ্গি’, ‘মহাভারত’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। শুধু অভিনয় নয়, ১৯৯৬ থেকে নীতীশ শুরু করেছেন তাঁর রাজনৈতিক কেরিয়ারও। সে সময় থেকেই বিজেপিতে যোগ দেন তিনি।

কৃষ্ণের লুকে অভিনেতা নীতীশ ভরদ্বাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nitish Bharadwaj Krishna Mahabharata Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE