Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বাঁশির সুরে দেবজ্যোতি, সঙ্গে শ্রেয়া

দেবজ্যোতি বললেন, ‘‘বাঁশি আমার খুব পছন্দের যন্ত্র। আমার অনেক ব্যক্তিগত অনুভূতিরও অঙ্গ। আর এই ছবিতে বাঁশি অন্যতম প্রধান চরিত্র। পাশাপাশি বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের বিভিন্ন মাত্রা ভীষণ সুন্দর ভাবে ফুটেছে গল্পে।’’

শেষ আপডেট: ১৯ জুন ২০১৯ ২২:১৩
Share: Save:

বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথম বার জুটি বাঁধছেন হিন্দি ছবি ‘বাঁসুরি’তে। ছবির পরিচালনা করছেন বলিউডে প্রথম বার ছবি করতে আসা পরিচালক হরি বিশ্বনাথ, যিনি এর আগে তামিল ছবি ‘রেডিয়োপেট্টি’ করেছেন। তবে এখানেই শেষ নয়। ‘বাঁসুরি’তে প্রথম বার হিন্দি গান গাইছেন দেবজ্যোতি মিশ্র। অনুরাগের লিপে দেবজ্যোতিরই কণ্ঠ শোনা যাবে। ছবির সঙ্গীত পরিচালকও তিনি। ছবিতে মোট তিনটি গান রয়েছে, যেখানে দেবজ্যোতি ছাড়াও গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং পাপন। দেবজ্যোতি বললেন, ‘‘বাঁশি আমার খুব পছন্দের যন্ত্র। আমার অনেক ব্যক্তিগত অনুভূতিরও অঙ্গ। আর এই ছবিতে বাঁশি অন্যতম প্রধান চরিত্র। পাশাপাশি বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের বিভিন্ন মাত্রা ভীষণ সুন্দর ভাবে ফুটেছে গল্পে।’’ ছবির সঙ্গীতে বাঁশিকে অভিনব উপায়ে ব্যবহার করেছেন বলেও জানালেন সঙ্গীত পরিচালক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rituparna Sengupta Anurag Kashyap Bansuri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE