Advertisement
E-Paper

কলকাতার আগে ফেস্টিভ্যালে মাতল ধর্মশালা

এই মাসের ১১ তারিখ থেকে শুরু হতে চলেছে কলকাতা ফিল্ম ফেস্টিভাল। সে নিয়েই নন্দন চত্ত্বরে আপাতত এখন সাজো সাজো রব। এর মধ্যেই আরেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হল মেখলিগঞ্জের টিবেটান চিল্ড্রেন্স ভিলেজে । ধর্মশালা আন্তর্জাতিক চলচিত্র উৎসব (DIFF)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ১০:৫৯
রিতু সারিন, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক এবং টেনজিং সোনাম

রিতু সারিন, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক এবং টেনজিং সোনাম

এই মাসের ১১ তারিখ থেকে শুরু হতে চলেছে কলকাতা ফিল্ম ফেস্টিভাল। সে নিয়েই নন্দন চত্ত্বরে আপাতত এখন সাজো সাজো রব।

এর মধ্যেই আরেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হল মেখলিগঞ্জের টিবেটান চিল্ড্রেন্স ভিলেজে । ধর্মশালা আন্তর্জাতিক চলচিত্র উৎসব (DIFF)। পাঁচ বছর বয়স হয়েছে এই সিনেমা উৎসবের। তবে এখনই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে চলচ্চিত্র উৎসব। ধর্মশালা চলচ্চিত্র উৎসব শুরু হয় গত ৩ নভেম্বর।

চারদিন ব্যাপী এই উৎসবে উপস্থিত ছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ, তাঁর স্ত্রী রত্না পাঠক শাহ, পরিচালক অধিরাজ বোস, পরিচালক সইদ মির্জা, পরিচালক রিতু সারিন, চলচ্চিত্র সমালোচক রাজীব মসন্দ, উমেশ কুলকার্নি, রমন চাওলা, টিবেটান পরিচালক টেনজিং সোনম এবং আরও অনেকে।

শাহ সাহেবের কথায় ‘‘আমি ফিল্ম ফেস্টিভ্যালের ভক্ত নই। খুব কমই আমি এসব জায়গায় । আমার মনে হয় ফেস্টিভ্যাল ব্যাপারটাই একটা ব্যস্ত পরিবেশ। বোধ করি এই ডিআইএফএফ’ই আমার জীবনের প্রথম ফেস্টিভ্যাল, যথেষ্ট উপভোগও করলাম। ফেস্টিভ্যাল একটি বাজারের মতন যেখানে আপনি তাড়াহুড়ো করতে থাকেন সিনেমাগুলোকে দেখার জন্য, সেলিব্রেট করার জন্য। আমি ভবিষ্যতে আবারও আসতে চাই এখানে।’’

আরও পড়ুন...
‘আমার সংলাপ এখন অন্যেরা বলছে’

চলচ্চিত্র উৎসবে ছিল মোট ৪৩টি ছবি, তার মধ্যে ২৭টি পূর্ণ দৈর্ঘ্যে ছবি, তথ্যচিত্র, ১৫টি শর্ট ফিল্ম এবং একটি ডকু-ফিকশন। ২০ টি পরিচালকের সিনেমা ছিল এই উৎসবে। তার মধ্যে ছিলেন ৯জন আন্তর্জাতিক পরিচালক। সিনেমা অনুরাগীদের ভিড়ে ভরে উঠেছিল গোটা মেখলিগঞ্জের চিল্ড্রেন্স ভিলেজ।


উমেশ কুলকার্নি ও রমন চাওলা

‘লার্জ শর্ট ফিল্মস’-এর তিনটি বাছাই করা ছবি ছিল এই চলচ্চিত্র উৎসবে। নাসিরুদ্দিন শাহ অভিনীত অধিরাজ বোসের পরিচালনায় ‘ইন্টিরিয়র ক্যাফে নাইট’, রাধিকা আপ্তে অভিনীত অনুরাগ কাশ্যপের ‘দ্যাট ডে আফটার এভরি ডে’ এবং আদিল হুসেন অভিনীত, জ্যোতি কপূর দাস এর ‘চাটনি’।

অধিরাজের প্রতিক্রিয়া ‘‘আমি খুব উত্তেজিত। এই নিয়ে ২৩টি ফেস্টিভ্যাল আমার ‘ইন্টিরিয়র ক্যাফে নাইট’ দেখানো হল। এটি ভারতের অন্যতম একটি চলচ্চিত্র উৎসব। উদ্যোক্তারাও আমার কাছের মানুষ। আশা করছি পরেরবারও আমি আসব।’’


অধিরাজ বোস ও নাসিরুদ্দিন শাহ

‘‘আমি সবসময়ই একটু দূরে দূরে থাকি সিনেমা থেকে। কিন্তু ডিআইএফএফ আমাকে তাদের অনুগত করে ফেলেছে। ছায়াছবির নির্বাচনগুলোও দুর্দান্ত, আর ধর্মশালার নিজেরই একটি আলাদা সৌন্দর্য আছে। যা পুরো ফেস্টিভ্যালটিকে আরও সুন্দর করে তুলেছে,’’ জানালেন সইদ মির্জা।

তামিল পরিচালক ভেতরিমাণ পরিচালিত ‘ভিসরারানাই’ দিয়ে শেষ হয় এবছরের ধর্মশালা ফিল্ম ফেস্টিভ্যাল। এই ছবিই এ বার ভারতের অস্কার এন্ট্রি।

DIFF2016 Interior cafe night anurag kashyap Adhiraj basu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy