Advertisement
০৫ মে ২০২৪

সব্যসাচীতে মুগ্ধ ফরাসি ডিজাইনার

বিখ্যাত ফরাসি ফুটওয়্যার ডিজাইনার ক্রিশ্চিয়ান লুবুটানের সঙ্গে যৌথভাবে ষষ্ঠ অ্যামাজন ইন্ডিয়া কুচার উইকের উদ্বোধন করলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। ধূসর ও বাদামির উপর তৈরি সব্যসাচীর ভিন্টেজ কালেকশনের নাম দেওয়া হয়েছে একটি পাখির নামে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০০:০৫
Share: Save:

বিখ্যাত ফরাসি ফুটওয়্যার ডিজাইনার ক্রিশ্চিয়ান লুবুটানের সঙ্গে যৌথভাবে ষষ্ঠ অ্যামাজন ইন্ডিয়া কুচার উইকের উদ্বোধন করলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। ধূসর ও বাদামির উপর তৈরি সব্যসাচীর ভিন্টেজ কালেকশনের নাম দেওয়া হয়েছে একটি পাখির নামে। পাখিটির পোশাকি নাম ‘ব্যাটের’। কালেকশনের জন্য কেন এই শিকারি পাখিকেই বেছে নেওয়া ?

সব্যসাচী বলছেন, ডার্ক, গথিক এবং সেক্সুয়াল— এই তিনটি ধারাকে একত্র করার চিন্তাভাবনা থেকেই এই পাখিকে বেছে নেওয়া। সব্যসাচীর কাজে মুগ্ধ ফরাসি ডিজাইনারও। ঘটনা হল, সব্যসাচী মানেই বলিউড কানেকশন, এমন ধারণা কিন্তু দিল্লিতে শুরু এই কুচার উইকের ক্ষেত্রে খাটে না। কেন না, এই কুচার উইকে বলিউডের কোনও তারকা উপস্থিত থাকছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE