Advertisement
০২ অক্টোবর ২০২৩
Jacqueline Fernandez

জন্মদিনে বলিউডের ‘শ্রীলঙ্কান বিউটি’ জ্যাকলিন

বলিউডের ‘শ্রীলঙ্কান বিউটি’ জ্যাকলিন ফার্নান্ডেজ। ফ্যান্টাসি ড্রামা ফিল্ম ‘আলাদিন’-এ প্রথম হিন্দি ছবির জগতে পা রেখেছিলেন নায়িকা। আজ তাঁর ৩২ তম জন্মদিন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ১৯:১৯
Share: Save:
০১ ০৬
শ্রীলঙ্কার বেহরানের মানামা শহরে ১৯৮৫-তে আজকের দিনেই জন্ম জ্যাকলিন ফার্নান্ডেজের।

শ্রীলঙ্কার বেহরানের মানামা শহরে ১৯৮৫-তে আজকের দিনেই জন্ম জ্যাকলিন ফার্নান্ডেজের।

০২ ০৬
ছোটবেলা থেকে স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। কেরিয়ারের শুরুতে শ্রীলঙ্কায় বেশ কিছুদিন টিভি জার্নালিস্টের কাজ করেছেন জ্যাকলিন। এর পর একে একে বিউটি কনটেস্ট। মডেলিং। অভিনয় জগতে প্রবেশ।

ছোটবেলা থেকে স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। কেরিয়ারের শুরুতে শ্রীলঙ্কায় বেশ কিছুদিন টিভি জার্নালিস্টের কাজ করেছেন জ্যাকলিন। এর পর একে একে বিউটি কনটেস্ট। মডেলিং। অভিনয় জগতে প্রবেশ।

০৩ ০৬
২০০৯-এ প্রিন্সেস জ্যাসমিনের চরিত্রে অমিতাভ বচ্চন ও হৃতেশ দেশমুখের বিপরীতে প্রথম বলিউডে ছবি করেন জ্যাকলিন।

২০০৯-এ প্রিন্সেস জ্যাসমিনের চরিত্রে অমিতাভ বচ্চন ও হৃতেশ দেশমুখের বিপরীতে প্রথম বলিউডে ছবি করেন জ্যাকলিন।

০৪ ০৬
অসংখ্য বলিউড ছবিতে অভিনয় করে চলেছেন জ্যাকলিন। নিজের অভিনয় ও নাচের দক্ষতায় জনপ্রিয় হয়েছেন নায়িকা। ‘কিক’, ‘হাউজফুল টু’, ‘মার্ডার টু’-এর মধ্যে অন্যতম হিট ছবি।

অসংখ্য বলিউড ছবিতে অভিনয় করে চলেছেন জ্যাকলিন। নিজের অভিনয় ও নাচের দক্ষতায় জনপ্রিয় হয়েছেন নায়িকা। ‘কিক’, ‘হাউজফুল টু’, ‘মার্ডার টু’-এর মধ্যে অন্যতম হিট ছবি।

০৫ ০৬
চলতি বছর ‘ভোগ বিউটি অ্যাওয়র্ডস’-এ সবচেয়ে বেশি ফিট অভিনেত্রী হিসেবে ‘ফিটস্পিরেশন’ পুরস্কার পেয়েছেন জ্যাকলিন।

চলতি বছর ‘ভোগ বিউটি অ্যাওয়র্ডস’-এ সবচেয়ে বেশি ফিট অভিনেত্রী হিসেবে ‘ফিটস্পিরেশন’ পুরস্কার পেয়েছেন জ্যাকলিন।

০৬ ০৬
জ্যাকলিনের আগামী ছবি ‘আ জেন্টলম্যান’, ‘জুড়ুয়া টু’। হ্যাপি বার্থ ডে জ্যাকলিন!

জ্যাকলিনের আগামী ছবি ‘আ জেন্টলম্যান’, ‘জুড়ুয়া টু’। হ্যাপি বার্থ ডে জ্যাকলিন!

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE