Have a look at the fashion of celebrities in Akash Ambani Wedding dgtl
Celebrity Wedding
পাথর বসানো শাড়ি থেকে সালোয়ার, দেখে নিন অম্বানী পুত্রের বিয়েতে সেলেবদের চমকে দেওয়া সাজ
মুকেশ অম্বানীর পুত্র আকাশ গাঁটছড়া বেঁধেছেন সম্প্রতি। পাত্রী শ্লোকা মেহতা। বিগ ফ্যাট ওয়েডিংয়ে ছিল তারকার সমাবেশ। তারকারা কে কেমন সেজেছিলেন ওই বিয়েতে। কাদের একটু অন্যরকম ফ্যাশন নিয়ে চর্চা হয়েছিল?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১০:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
মুকেশ অম্বানীর পুত্র আকাশ গাঁটছড়া বেঁধেছেন সম্প্রতি। পাত্রী শ্লোকা মেহতা। বিগ ফ্যাট ওয়েডিংয়ে ছিল তারকার সমাবেশ। তারকারা কে কেমন সেজেছিলেন ওই বিয়েতে। কাদের একটু অন্যরকম ফ্যাশন নিয়ে চর্চা হয়েছিল?
০২১৬
অনিল অম্বানী সুট পরেন। তাঁর স্ত্রী টিনা ফ্লুওরোসেন্ট সি গ্রিন রঙের লেহেঙ্গাতে সেজেছিলেন।
০৩১৬
ঐশ্বর্যা রাই বচ্চনের হালকা গোলাপি লেহেঙ্গাতে ছিল পাথরের কাজ। অভিষেক পরেছিলেন সুট-ব্লেজার। আরাধ্যার পরনে ছিল লং ফ্রক, সেটিও ডিজাইনার।
০৪১৬
ডেভিড ধওয়ন ও করুণা ধওয়নের সঙ্গে এসেছিলেন বরুণ ধওয়নের বিশেষ বন্ধু নাতাশা। করুণা পরেছিলেন ডিজাইনার আনারকলি সুট। নাতাশার পরনে ছিল রুপোলি লেহেঙ্গা।
০৫১৬
ফ্যাশনে মাত করেছিলেন রেখা। তাঁর সাদা পাথর বসানো শাড়ির সঙ্গে কুন্দনের গয়না দেখে চমকে উঠেছেন অনেকেই। অক্ষয় কুমার ও টুইঙ্কলের সঙ্গে তাঁর একটি ছবি প্রকাশ্যে এসেছে। টুইঙ্কলের পরনে ছিল চুমকি বসানো সালোয়ার সুট।
০৬১৬
অর্জুন কপূর সুটের সঙ্গে একটি হ্যাট পরেছিলেন আকাশের বিয়েতে।
০৭১৬
শাহিদ কপূর পরেছিলেন একটি ডিজাইনার কালো কুর্তা। তাঁর স্ত্রী মীরার পরনে ছিল ডিজাইনার লেহেঙ্গা ও ট্রান্সপারেন্ট পাথর-জরির নকশাদার ওড়না।
০৮১৬
মারণ রোগের সঙ্গে লড়েছেন সোনালি বেন্দ্রে। তিনিও ফ্যাশনে কম যান না। জমকালো লাল-সোনালি সালোয়ারে দেখা গিয়েছে তাঁকে।
০৯১৬
কাজল পরেছিলেন একটি পাথর বসানো সিল্কের শাড়ি। ছিল কুন্দনের গয়না আর অল্প প্রসাধনের ছোঁয়া। এত ‘সিম্পল’ সাজেই মন জয় করেছেন তিনি।
১০১৬
করিশ্মা কপূরের পরনে ছিল লাল সিল্কের শাড়ি। সঙ্গে ছিল লং ডিজাইনার কোট।
১১১৬
শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা এসেছিলেন ইনফরম্যালেই। লেহেঙ্গা শাড়ি, ক্রপ টপ ব্লাউজ, পাথরের গয়নায় শিল্পাকে ‘এলিগ্যান্ট’ লাগছিল। তিনি একটি বটুয়া নিয়েছিলেন শাড়ির সঙ্গে।
১২১৬
মালাইকা অরোরা পরেছিলেন জরি বসানো হল্টার নেক টপ ও লেহেঙ্গা। ওড়নাকে একটু অন্যরকম ভাবে ব্যবহার করেছিলেন তিনি।
১৩১৬
কিয়ারা আডবাণী উজ্জ্বল হলুদ রঙের লেহেঙ্গা পরেছিলেন, সঙ্গে একটা লম্বা দুল, খুব কম প্রসাধনী। তাঁকে লাগছিল চমৎকার।
১৪১৬
অমিতাভ বচ্চন পরেছিলেন ট্রাডিশনাল কুর্তা, ছিল স্ট্রাইপড ডিজাইনার উত্তরীয়। শ্বেতা বচ্চনের পরনে ছিল সনাতনী ঘরানার পালাজো সালোয়ার। পান্না ও সাদা পাথরের গয়না পরেছিলেন তিনি।
১৫১৬
সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ঢাকাই লেহেঙ্গায় মাত করেছিলেন আলিয়া ভট্ট।