Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

৩০ নভেম্বর ২০২১ ই-পেপার

বিনোদন

সাগরিকা-জাহিরের ক্রিসমাস পার্টিতে অতিথি ছিলেন কারা?

নিজস্ব প্রতিবেদন
২৬ ডিসেম্বর ২০১৭ ১২:৪৯
মলদ্বীপে হানিমুন কাটিয়ে সবে মুম্বইতে ফিরেছেন নবদম্পতি। কিন্তু বড়দিন বলে কথা। তা তো আর যেমন-তেমন করে কাটানো চলে না। জাহির খান তাঁর নতুন বউয়ের জন্য ক্রিসমাসের দিনটাও একটু স্পেশ্যাল করে তুলেছিলেন।

বড়দিনে ‘ছোট’ পার্টি হলেও, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে জমজমাট ছিল জাহির-সাগরিকার পার্টি। ক্রিসমাস পার্টির এই ছবিগুলি শেয়ার করেছেন সাগরিকা।
Advertisement
ক্রিসমাসের পার্টিতে অতিথি তালিকা খুব বড় ছিল না। হাজির ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহিরের দুই সতীর্থ যুবরাজ সিংহ এবং নেহরাজি (আশিস নেহরা)।  হই-হুল্লোড় আর ছবি তুলে মনে রেখে দেওয়া সব মুহূর্ত। ছবির ক্যাপশনে সাগরিকা লিখেছেন, ‘মা ও ছেলেদের তরফ থেকে মেরি ক্রিসমাস’।

পার্টিতে শুধু জাহিরের বন্ধুরাই নন, হাজির ছিলেন সাগরিকার ঘনিষ্ঠরাও। অভিনেতা আশিস চৌধুরির সঙ্গে এই ছবিতে পোজ দিয়েছেন সাগরিকা।
Advertisement
অভিনেত্রী অমৃতা কাক ও অন্য বন্ধুদের সঙ্গে তখন জমিয়ে নাচ করছেন সাগরিকারা।

গত ২৩ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন জাহির খান ও সাগরিকা ঘাটগে। এর পর বেশ কয়েকদিনের জন্য হানিমুনে গিয়েছিলেন মালদ্বীপে।