Instagram 2017: most liked photos of celebrities dgtl
ইনস্টাগ্রামে বছরের সবচেয়ে বেশি লাইক পাওয়া তারকাদের ছবি এ গুলিই
সেলফি কিংবা বিভিন্ন ধরনের ছবির কেতায় কাত নেট দুনিয়া। জীবনের নানা ঘটনা, কিংবা জাস্ট এমনই এমনই ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেওয়ার চল তো বেশ কয়েক বছর হয়ে গেল।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭ ১৫:০৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
বেবি বাম্প নিয়ে হলিউডি গায়িকা তথা অভিনেত্রী বেয়ন্সের ছবি দেখে তাজ্জব বনে গিয়েছিল তাঁর ভক্তকুল।
০২০৮
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গার্লফ্রেন্ড জিওর্জিনা রড্রিগুইজ প্রেগন্যান্ট অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পাশে দাঁড়িয়ে ফুটবল তারকা নিজে সঙ্গে তাঁর ছেলে। এমন মিষ্টি ছবির কথা ভুলে গেলে কী করে চলবে।
০৩০৮
সেলেনা গোমেজের শরীর এতটাই বিগড়ে ছিল যে প্রয়োজন পড়ে কিডনি প্রতিস্থাপনের। তাঁকে কিডনি দেন তাঁরই বেস্ট ফ্রেন্ড ফ্রাঙ্কিয়া রাসিয়া। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা তাঁদের ছবি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মন জিয়ে নিয়েছিল।
০৪০৮
গডেস লুকে বেয়ন্সে। আর গায়িকার কোলে তাঁরই যমজ সন্তান রুমি এবং স্যর। এমনই ছবিতে কাত হয়েছিল ভক্তরা।
০৫০৮
এক পুঁচকের সঙ্গে জাস্টিন বিবার। ইনস্টাগ্রামে পোস্ট করা বিবারের এই ছবিই ভাইরাল হয়ে গিয়েছিল।
০৬০৮
আল্ট্রালাইট লুকে কিম কার্দাশিয়ান। তাঁর ন্যুড বডির ছবি পোস্ট হতেই উষ্ণ হয়ে উঠেছিল ইনস্টাগ্রাম।
০৭০৮
ক্রিশ্চিয়ানোর কোলে তাঁর দুই যমজ সন্তান ইভা এবং মাতেও। এমন ভাল লাগানো ছবিও ছিল ভাইরাল।
০৮০৮
মার্কিনি মডেল তথা টেলি তারকা কেন্ডাল জেনারে বাথ টাবে শুয়ে, এমন ছবি তো একটা সময় হু হু করে ইন্টারনেটে ছেয়ে গিয়েছিল।