মেঘলা দিন। ঝেঁপে বৃষ্টিও এল কলকাতায়। আর সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেত্রী। অর্থাত্ ইশা সাহা।
না! বৃষ্টিতে ভেজার ছবি নয়। বরং গালে হাত দিয়ে জানলার বাইরে তাকিয়ে রয়েছেন তিনি। কিন্তু ছবিটি পোস্ট করার পরই সোশ্যাল অডিয়েন্স জানতে চাইছে, ইশার কি মন খারাপ?
প্রশ্ন শুনে হেসে ফেললেন অভিনেত্রী। ‘‘আরে এটা পুরনো একটা ছবি। কোনও প্রোমোশনের সময় তোলা। আজকের ওয়েদারের সঙ্গে ভাল মানাবে বলে শেয়ার করলাম। তারপরই সবাই জানতে চাইছে, কী হয়েছে আমার? মন খারাপ নাকি? বিশ্বাস করুন, কিছুই হয়নি। এমনিই শেয়ার করেছি ছবিটা’’ বললেন ইশা।