Advertisement
১১ অক্টোবর ২০২৪

শরীরি-প্রেমের দৃশ্যে ‘হেট স্টোরি’কেও হার মানাল ‘ইশক জুনুন’

সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতের প্রথম ‘থ্রিসাম লভ’ নিয়ে ফিল্ম ‘ইশক জুনুন’ এর প্রথম মিউজিক ভিডিও। আর এই ভিডিও রিলিজের পরেই শোরগোল পড়ে গিয়েছে বলিউডে। ছবিটির মিউজিক ভিডিওয় চূড়ান্ত শরীরি-প্রেমের যে দৃশ্যগুলি সামনে এসেছে তা ‘বোল্ড সিন’-এর জন্য ইদানীং কালের সবচেয়ে চর্চিত ‘হেট স্টোরি’ ছবিটিকেও হার মানায়।

গানের একটি দৃশ্য।

গানের একটি দৃশ্য।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০০
Share: Save:

সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতের প্রথম ‘থ্রিসাম লভ’ নিয়ে ফিল্ম ‘ইশক জুনুন’ এর প্রথম মিউজিক ভিডিও। আর এই ভিডিও রিলিজের পরেই শোরগোল পড়ে গিয়েছে বলিউডে। ছবিটির মিউজিক ভিডিওয় চূড়ান্ত শরীরি-প্রেমের যে দৃশ্যগুলি সামনে এসেছে তা ‘বোল্ড সিন’-এর জন্য ইদানীং কালের সবচেয়ে চর্চিত ‘হেট স্টোরি’ ছবিটিকেও হার মানায়।
ছবিতে অভিনয় করেছেন দিব্যা সিংহ, রাজবীর সিংহ এবং অক্ষয়। যদিও ইশক জুনুনের মোশন পোস্টার রিলিজের সময় ছবির কাস্ট সম্পর্কে কিছু জানানো হয়নি। রাজবীর টেলিভিশন জগতের পরিচিত নাম। দিব্যা, দক্ষিণী অভিনেত্রী। ছবিতে সুর দিয়েছেন অঙ্কিত তিওয়ারি, জিৎ গাঙ্গুলি এবং অঞ্জন ভট্টাচার্য। ‘ইশক জুনুন’-এর মিউজিক ট্র্যাকে শোনা যাবে রেখা ভরদ্বাজ, অরিজিত্ সিংহ ও অঙ্কিত তিওয়ারির গান। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় শর্মা। ছবিটি রিলিজ করবে ১১ মার্চ। দেখে নেব সেই ভিডিও।

দেখুন গ্যালারি:
ইশক জুনুনের উষ্ণতার আঁচ

দেখুন ভিডিও:

অন্য বিষয়গুলি:

threesome love Ishq Junoon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE