Advertisement
২৩ অক্টোবর ২০২৪
Gym

জিমে গিয়ে আচমকাই মাথায় যন্ত্রণা, শরীরচর্চার মাঝেই বারাণসীতে মৃত্যু যুবকের

জিমে বসানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, শরীরচর্চা করতে করতে আচমকাই পড়ে যান তিনি। হাত দিয়ে চেপে ধরেন মাথা।

image of man

জিমে অসুস্থ হয়ে পড়লেন যুবক। ছবি: এক্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২৪ ২০:৪৭
Share: Save:

জিমে শরীরচর্চা করার সময় মৃত্যু এক যুবকের। বারণসীর ঘটনা। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হয়ে মৃত্যু হয়েছে যুবকের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩২ বছরের যুবকের নাম দীপক গুপ্ত। জিমে বসানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, শরীরচর্চা করতে করতে আচমকাই পড়ে যান তিনি। হাত দিয়ে চেপে ধরেন মাথা। কাঁপতে থাকেন। দেখে ছুটে আসেন জিমের অন্যান্য লোকজন। তাঁরা জল দেন যুবককে। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরীরচর্চা করার সময় মাথা চেপে ধরেন দীপক। সম্ভবত, তাঁর মাথায় ব্যথা শুরু হয়। চিকিৎসকদের মতে, তখনই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়ে থাকতে পারে তাঁর। জিমের অন্য সদস্যেরা জানিয়েছেন, বহু বছর ধরে নিয়মিত শরীরচর্চা করতে আসতেন দীপক। বিভিন্ন ব্যয়ামের প্রতিযোগিতায় অংশ নিতেন। কী ভাবে এই কাণ্ড হল, অনেকেই বুঝতে পারেননি।

গত বছর গাজ়িয়াবাদের খোড়া এলাকায় জিমে ট্রেডমিলে ছোটার সময় মৃত্যু হয় ১৯ বছরের যুবকের। মৃতের নাম ছিল সিদ্ধার্থ কুমার। আদতে সিওয়ানের বাসিন্দা। বাবার সঙ্গে খোড়ায় থাকতেন।

অন্য বিষয়গুলি:

Gym Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE