একদিকে অনুরাগ বসুর ‘জগ্গা জসুস’। অন্য দিকে ওনিরের ‘শব’। শুক্রবার মুক্তি পেল দুটো ছবি। বক্স অফিসে নিজের মতো করে স্কোর করার চেষ্টা করবে দুটো টিমই। কিন্তু তুলনাটা বোধহয় অসম। কাস্ট, প্রোমোশন, মার্কেটিং, পরিচালনা সবেতেই ধারে-ভারে অনেকটাই এগিয়ে ‘জগ্গা জসুস’। গুগল ট্রেন্ডও সে ইঙ্গিতই দিচ্ছে।
গত সাত দিনের হিসেবে ভারতে গুগল সার্চে অনেক এগিয়ে ‘জগ্গা জসুস’। ‘জগ্গা জসুস’, ‘জগ্গা’, ‘জগ্গা জসুস সং’, ‘জগ্গা জসুস মুভি’…উঠে এসেছে রিলেটেড সার্চে। অন্য দিকে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে ‘শব’। ‘শব মুভি’, ‘শব সং’, ‘শব এমপিথ্রি’ এসেছে রিলেটেড সার্চে।
(দেখুন, নীল গ্রাফটি ‘জগ্গা জসুস’-এর। লাল গ্রাফটি ‘শব’-এর। গত ৭ জুলাই থেকে গুগল সার্চের হিসেবে অনেকটাই এগিয়ে অনুরাগের ছবি।)