Advertisement
০২ মে ২০২৪
92nd Academy Awards

অস্কার ২০২০: সেরার শিরোপায় ইতিহাস, ‘জোকার’-এর চোখে জল

লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে তখন ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টা। ঘোষিত হল সেরার সেরাদের নাম। 

সেরা অভিনেতার তকমা ছিনিয়ে নিয়ে মঞ্চে উঠে কিছুটা আবেগপ্রবণ ওয়াকিন ফিনিক্স।

সেরা অভিনেতার তকমা ছিনিয়ে নিয়ে মঞ্চে উঠে কিছুটা আবেগপ্রবণ ওয়াকিন ফিনিক্স।

সংবাদ সংস্থা
লস অ্যাঞ্জেলস শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪৯
Share: Save:

লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে তখন ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টা। চারিদিকে হাজার আলোর রোশনাই। প্রেক্ষাগৃহ যেন চাঁদের হাট। নামজাদা অভিনেতাদের ভিতরে তখন চাপা টেনশন। অবশেষে ঘোষিত হল সেরার সেরাদের নাম।

দক্ষিণ কোরিয়ার শ্রেণিদ্বন্দ্ব এবং সামাজিক বৈষম্য নিয়েই মূলত ছবিটি বানিয়েছেন অস্কার জয়ী পরিচালক বং জুন হো। আদপে ডার্ক কমেডি মনে হলেও হিউমার, সাসপেন্স এবং ব্যঙ্গরসে ভরা ছবিটি না দেখলে আপনার মিস। পাশপাশি অভিনেতা-অভিনেত্রীদের ছিমছাম অভিনয় মন কাড়বে আপনার।

• অস্কারে সেরা ছবির শিরোপা জোটেনি ‘জোকার’-এর ভাগ্যে । কিন্তু সেরা অভিনেতার তকমা ছিনিয়ে নিলেন ওয়াকিন ফিনিক্স। মঞ্চে উঠে কিছুটা আবেগপ্রবণ তিনি। চোখের কোণে চিকচিক করছে জল। ভাই রিভার ফিনিক্সের লেখা গানও গাইলেন তিনি।

গ্রাফিক: তিয়াসা দাস

আরও পড়ুন:‘সৃজিত যা দিয়েছে সেটাই ভ্যালেন্টাইন ডে-গিফ্ট’, কী দিলেন মিথিলাকে!

কেন দেখবেন আপনি 'জোকার'?

২০১৯-এর সবচেয়ে হাইপড ছবি ছিল 'জোকার'। আপনি যদি ডিসি ফ্যান হন তাহলে এই ছবি মিস করা উচিত নয়। ওয়াকিন ফিনিক্স নিজের সবটুকু ঢেলে দিয়েছেন তাঁর অভিনয়ে। ব্যাটম্যান-এর প্রিকোয়েল এই ছবিতে স্টোরিলাইন খলনায়কের চোখ থেকে নির্মিত। তার উপরে রয়েছে বিস্ময়কর সিনেমাটোগ্রাফি।

• সেরা অভিনেত্রী হয়েছেন রিনি জেলওয়েগার। সৌজন্যে 'জুডি'। মার্কিনী গায়িকা-অভিনেত্রী জুডি গারল্যান্ডের জীবনী নিয়েই তৈরি হয়েছে ওই ছবি। তাঁর জীবনের নানা অজানা তথ্য, ওঠাপড়ার কাহিনি জানা যাবে এই ছবির মধ্যে দিয়ে।

• দীর্ঘ ফিল্মি কেরিয়ারে প্রযোজনার জন্য অস্কার পেলেও এতদিন অভিনয়ের জন্য অস্কার মেলেনি ব্র্যাড পিটের। অবশেষে স্বপ্নপূরণ। ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ ছবির জন্য সহ-অভিনেতা বিভাগে অস্কার পেলেন তিনি। 'ম্যারেজ স্টোরি' ছবির জন্য শ্রেষ্ঠ সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন লরা ডার্ন।

• সেরা সিনেমাটোগ্রাফি এবং ভিএফএক্স-এর জন্য বেছে নেওয়া হয়েছে '১৯১৭'কে। দুর্ধর্ষ গ্রাফিক্স এবং প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করতে চাইলে অবশ্যই আপনাকে দেখতে হবে এই ওয়ার ফিল্মটি।

আরও পড়ুন:ক্যাট এ বার সুপারহিরো

·• সেরা অ্যানিমেটেড ফিচার ছবির পুরস্কার পেয়েছে ‘টয় স্টোরি ৪’। আপনি যদি অ্যানিমেশন ছবির ফ্যান হন তাহলে এ ছবি আপনার ভাল লাগবেই।

• সেরা ডকুমেন্টরি ফিচার ছবির পুরস্কার পেয়েছে 'আমেরিকান ফ্যাক্টরি'। হাই-টেক চিনা এবং মার্কিনী শ্রমিক শ্রেণির দ্বন্দ্ব নিয়েই এই ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE