তাঁর ফ্যাশন সেন্স নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। বলিউডে অভিনয়ের পাশাপাশি গ্ল্যামার ও ফ্যাশনের দুনিয়াতেও অন্যতম সেরা করিনা কপূর। নবাব-ঘরণী সম্প্রতি একটি ফোটোশুটে গিয়েছিলেন ফুকেতে। সেখান থেকে সোজা গিয়েছিলেন কেনিয়া। শনিবার নাইরোবিতে নিজের কাছের বন্ধু ডিজাইনার মণীশ মলহোত্রর শো-স্টপার হয়েছিলেন। র্যাম্পে করিনার ন্যুড লেহঙ্গা ফের এক বার তাক লাগিয়ে দিয়েছে।