ফলে অনেক সময়েই মানুষ বুঝে উঠতে পারেন না, তাঁর জন্য কোনটা সঠিক। না জেনেই ভুল প্রকল্পে সঞ্চয়ের পরিকল্পনা করে ফেলেন। পরিকল্পনামাফিক সঞ্চয় তহবিল তৈরি করতে হবে নিজের মতো করে। বেতন যতই কম হোক, প্রথম থেকে নিয়মিত সঞ্চয় শুরুর অভ্যাস তৈরি করা জরুরি। বেসরকারির পাশাপাশি সরকারি সঞ্চয় প্রকল্পের সাহায্য নিয়ে সম্পদ বৃদ্ধিতে নজর দিতে হবে।
যাঁরা সুরক্ষার সঙ্গে কোনও মতেই আপস করতে চান না, আয় কম হলেও সম্পূর্ণ সুরক্ষিত প্রকল্প পছন্দ করেন, তাঁরাই ব্যাঙ্ক বা পোস্ট অফিসের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজ়িটের (এফডি) উপর চোখ বন্ধ করে ভরসা করে থাকেন। নিরাপত্তা এবং স্থিতিশীলতা খুঁজছেন এমন বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বিশ্বস্ত পছন্দগুলির মধ্যে একটি হল স্থায়ী আমানত।
একটি বড় অঙ্কের ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে সমস্যা তখনই দেখা দেয় যখন জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন হয়। যদি কারও ৫০,০০০ টাকার প্রয়োজন হয়, তা হলে আমানত থেকে কেবল সেই অংশটি তুলে ফেলা সম্ভব হয় না। মোটা অঙ্কের এফডির পুরোটাই ভেঙে ফেলতে হয়। মেয়াদপূর্তির আগে টাকা তুলে ফেলার ফলে গোটা আমানতটির উপরই জরিমানা বসায় ব্যাঙ্ক বা ডাকঘর। এর ফলে সামগ্রিক রিটার্নও কমে যায়।
বিশেষজ্ঞেরা তাই প্রায়শই বিনিয়োগকে একাধিক এফডিতে ভাগ করাকেই শ্রেয় বলে মনে করেন। তাতে সঞ্চিত অর্থের উপর আরও বেশি নিয়ন্ত্রণ থাকে বলে মত তাঁদের। একটি এফডি ভাঙার পরিবর্তে, ছোট ছোট এফডি থাকলে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা তোলা যায়। বড় এফডি ভাঙার চেয়ে বেশি তা সুবিধাজনক এবং এতে কম সুদ কাটা যায়।
যদি বড় অঙ্কের এফডি করাতে চান, তা হলে একটি সার্টিফিকেট না কিনে লগ্নিকে ছোট ছোট অঙ্কের অনেকগুলি লগ্নিতে ভেঙে দিন। যেমন, যদি ১০ লক্ষ টাকা রাখেন, তবে ২ লক্ষ টাকা মূল্যের ৫টি সার্টিফিকেট নিন। পরে যদি ২ কিংবা ৪ লক্ষ টাকা তোলার প্রয়োজন হয়, তা হলে পুরো জমা না ভেঙে একটি অথবা দু’টি সার্টিফিকেট ভাঙান। সে ক্ষেত্রে পুরো টাকার উপর আপনাকে মাসুল গুনতে হবে না। আবার অবশিষ্ট লগ্নির উপর পূর্বনির্ধারিত হারেই সুদ পেতে থাকবেন।
একটি ব্যাঙ্কে সমস্ত লগ্নি না করে দু’টি ব্যাঙ্কে তা ভাগ করে নিলে সুবিধা বেশি। তাতে সম্পূর্ণ বিনিয়োগ ডিআইসিজিসি বিমা সীমার আওতায় আসবে। ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে হ্রাস পাবে। সঞ্চয়ের নিরাপত্তা বাড়বে। পরিবর্তিত সুদের হারের ক্ষেত্রেও একাধিক ফিক্সড ডিপোজ়িটের সুবিধা বেশি। ধরা যাক কেউ ৭ শতাংশ সুদের হারে একটি এফডি জমা করলেন। পরের বছর সুদের হার যদি ৮ শতাংশে বৃদ্ধি পায়, তা হলে স্বল্পমেয়াদি একটি এফডি ভাঙিয়ে পুনরায় বিনিয়োগ করতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy