গত দু’বছর ধরে সাত ফ্রন্টে লড়ছে ইজ়রায়েল। এর মধ্যে রয়েছে গাজ়া উপত্যকার প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস, লেবাননের হিজ়বুল্লা এবং ইয়েমেনের হুথি। এ ছাড়া পর্দার আড়ালে থেকে তাদের সাহায্য করে যাওয়া ইরানের সঙ্গেও বেশ কয়েক বার মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে ইহুদি ফৌজ। এ-হেন পরিস্থিতিতে ভূমধ্যসাগরের দিকে অষ্টম ফ্রন্ট খুলবে তেল আভিভ? সেখানে তুরস্কের দাপাদাপিকে তাঁদের জন্য ‘বিপজ্জনক’ বলেই মনে করছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর তাই আঙ্কারাকে হুমকি দিয়েছেন তিনি।
চলতি বছরের ২২ ডিসেম্বর তুরস্কের ‘চিরশত্রু’ গ্রিস এবং সাইপ্রাসের রাষ্ট্রপ্রধানের সঙ্গে জেরুজ়ালেমে বৈঠক করেন ইহুদি প্রধানমন্ত্রী। আলোচনা শেষে ভূমধ্যসাগরের নিরাপত্তা নিয়ে একটি ত্রিপাক্ষিক চুক্তিতে সম্মত হয় এই তিন রাষ্ট্র। পরে যৌথ বিবৃতিতে নাম না করে তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ানকে হুমকি দেন নেতানিয়াহু। ওই সময় তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস এবং সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিদেস।