ভারতীয় সুপারহিরো ‘শক্তিমান’-এর গল্প সবারই জানা। ১৯৯৭ সালে দূরদর্শনের এই ধারাবাহিক অসম্ভব জনপ্রিয় হয়েছিল। ‘শক্তিমান’-এ তমরাজ কিলবিশের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন সুরেন্দ্র পাল। বাস্তবে ‘কিলবিশের’ মেয়েও কিন্তু এক জন অভিনেত্রী। সম্প্রতি তাঁর বেশ কয়েকটি ছবি নজর কেড়েছে নেটিজেনদের। গ্যালারির পাতায় চিনে নিন ইন্ডাস্ট্রির এই অচেনা স্টারকিডকে।