Advertisement
E-Paper

বড়পর্দায় আমির, মুক্তির অপেক্ষায় বাঙালি পরিচালকের হিন্দি ছবি, এই সপ্তাহে প্রেক্ষাগৃহে কে কে?

প্রেক্ষাগৃহে এই সপ্তাহে নতুন কোনও বাংলা ছবি মুক্তি পাচ্ছে না। মূলত, এখন ‘প্রজাপতি ২’, ‘স্বার্থপর’ ছাড়া টিম টিম করে চলছে ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিটি। এই সপ্তাহে মুক্তি পাবে কোন কোন ছবি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১১:১৩
শুক্রবার আমির-সহ আর কাদের ছবি মুক্তি পাচ্ছে?

শুক্রবার আমির-সহ আর কাদের ছবি মুক্তি পাচ্ছে? ছবি: সংগৃহীত।

বছর শুরু হয়েছিল একগুচ্ছ ছবিমুক্তি দিয়ে। তবে মাসের মাঝে সেই দাপট খানিকটা কম। এই সপ্তাহে সাকুল্যে তিনটে ছবি মুক্তি পাচ্ছে, সব হিন্দি। প্রেক্ষাগৃহে এই সপ্তাহে নতুন কোনও বাংলা ছবি মুক্তি পাচ্ছে না। উল্লেখ্য, বাংলা ছবি বলতে এখন ‘প্রজাপতি ২’, ‘স্বার্থপর’ ছাড়া টিম টিম করে চলছে ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিটি। যে তিনটে ছবি মুক্তি পাচ্ছে —

‘হ্যাপি পটেল: খতরনাক জাসুস’

কৌতুকাভিনেতা হিসাবে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন বীর দাস। বিদেশে নানা পুরস্কার জিতেছেন। বলিউডে একটা সময় বেশ কিছু ছবি করলেও মাঝের কয়েক বছর তাঁকে বড়পর্দার তুলনায় মঞ্চেই বেশি দেখা গিয়েছে। এ বার তিনি ফিরছেন বড়পর্দায় ‘হ্যাপি পটেল: খতরনাক জাসুস’ ছবির মাধ্যমে। ছবির পরিচালনাও করেছেন তিনিই। বীর ছাড়াও ছবিতে রয়েছেন আমির খান, ইমরান খান, শারিব হাশমী, মোনা সিংহ, মিথিলা পালকর-সহ অনেকেই। এর আগে বীর ও ইমরান অভিনীত ‘ডেলি বেলি’ ছবির প্রযোজনা করেছেন আমির। এ বারেও তাঁর অন্যথা হয়নি। কমেডি ঘরানার এই ছবির বিশেষ প্রদর্শনী ছিল মুম্বইয়ে। ছবি দেখেছেন হাতেগোনা কিছু দর্শক। প্রত্যেকেই ছবির প্রশংসায় পঞ্চমুখ। এ বার দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় বীর।

‘সচ কি খোঁজ’

চলতি সপ্তাহে বাংলা ছবি মুক্তি না পেলেও বাঙালি পরিচালক শুভেন্দু ঘোষের ছবি মুক্তি পাচ্ছে। এই ছবিতে হিন্দি সিনেদুনিয়ার অভিনেতাদের পাশাপাশি রয়েছেন কাঞ্চনা মৈত্র, সুকন্যা দত্ত, মধুমিতা পালের মতো একঝাঁক টলিতারকা। ছবিতে সাধারণ মানুষের বিরুদ্ধে হওয়া অন্যায়ের কথা, রাজনৈতিক অস্থিরতা তুলে ধরেছেন পরিচালক। এর আগে বাংলায় বেশ কিছু ছবি করেছেন শুভেন্দু। কিন্তু, এখনও পর্যন্ত একটি ছবিও সাফল্যের মুখ দেখেনি। এ বার দেখার, হিন্দি ছবির দর্শকের মনে তিনি কোনও ছাপ রাখতে পারেন কি না!

‘রাহু কেতু’

বেশ একটা লম্বা বিরতির পরে বড়পর্দায় দেখা যাবে পুলকিত সম্রাটকে। ‘রাহু কেতু’ ছবিতে পুলকিত ছাড়াও রয়েছেন বরুণ শর্মা, শালিনী পাণ্ডে, চাঙ্কি পাণ্ডের মতো অভিনেতা। পুলকিতকে ‘ফুক্‌রে’-এর পরে তেমন কোনও ছবিতে দেখা যায়নি। এই ছবিতে তাঁর পুরনো ছবির সহ-অভিনেতা বরুণও রয়েছেন। কমেডি ঘরানার এই ছবি মূলত দুই বন্ধু রাহু ও কেতুকে নিয়ে। ছবির প্রচার-ঝলক মুক্তির পরে তাঁরা খুব বেশি সময়ও পাননি প্রচারের জন্য। তাও দেশের বিভিন্ন শহরে গিয়ে নিজেদের ছবির প্রচার করেছেন কলাকুশলীরা। অবশেষে কি পুলকিতের ভাগ্য সহায় হবে? দর্শক পছন্দ করবেন এই ছবিকে?

Aamir Khan Vir Das Movie Release Hindi Movie Bollywood Movie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy