হঠাৎই মেয়ে সাইরাকে চন্দনের সাজে সাজালেন লারা দত্ত। শুধু তাই নয়, সেই সাজে তুললেন সেলফিও। এরপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ছবি। কিন্তু কেন? মেয়ের বয়স তো মাত্র চার বছর। তাকে কেন হঠাৎ চন্দনের সাজে সাজালেন নায়িকা?
না, ভয় পাবেন না। বাল্য বিবাহের দায়ে কাঠগোড়ায় তোলা যাবে না মহেশ ভূপতির অর্ধাঙ্গিনীকে। আসলে মেয়ের ড্যাডিকে ছোট্ট একটা উপহার দিতে চেয়েছিলেন লারা। আর তাই মেয়েকে চন্দন আর ফেব্রিকের রঙে সাজিয়ে নিজস্বী তুললেন মা ও মেয়ে। আর মিস্টার ভূপতিকে ট্যাগ করে লিখলেন, ‘ড্যাডি কুল কে সাইরা ও মাম্মার উপহার’। সত্যিই কিউট, না?
আরও পড়ুন: ফার্স্ট ডেটে মীরার সম্বন্ধে এই সব ভেবেছিলেন শাহিদ!
টুইটারে এই ছবিই পোস্ট করেছেন লারা।