Advertisement
০৫ মে ২০২৪
Entertainment News

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় কেন? বিতর্কে ‘গেম অব থ্রোনস’-এর ‘আরিয়া’

এই মুহূর্তে সবচেয়ে চর্চিত সিরিজ় ‘গেম অব থ্রোনস’। তার অষ্টম সিজ়নের দু’টি এপিসোড নিয়ে প্রচুর আলোচনা চলছে। আলোচনায় রয়েছেন অন্যতম প্রধান চরিত্র আরিয়া স্টার্ক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ১৩:০৮
Share: Save:
০১ ০৮
এই মুহূর্তে সবচেয়ে চর্চিত সিরিজ় ‘গেম অব থ্রোনস’। তার অষ্টম সিজ়নের দু’টি এপিসোড নিয়ে প্রচুর আলোচনা চলছে। আলোচনায় রয়েছেন অন্যতম প্রধান চরিত্র আরিয়া স্টার্ক।

এই মুহূর্তে সবচেয়ে চর্চিত সিরিজ় ‘গেম অব থ্রোনস’। তার অষ্টম সিজ়নের দু’টি এপিসোড নিয়ে প্রচুর আলোচনা চলছে। আলোচনায় রয়েছেন অন্যতম প্রধান চরিত্র আরিয়া স্টার্ক।

০২ ০৮
আরিয়ার সঙ্গে গেন্ড্রি বলে অন্য এক চরিত্রের ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়েছে। তার পরই আরিয়া স্টার্কের ভূমিকায় অভিনেত্রী মেজ়ি উইলিয়ামসকে নিয়ে বিতর্ক শুরু হয়।

আরিয়ার সঙ্গে গেন্ড্রি বলে অন্য এক চরিত্রের ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়েছে। তার পরই আরিয়া স্টার্কের ভূমিকায় অভিনেত্রী মেজ়ি উইলিয়ামসকে নিয়ে বিতর্ক শুরু হয়।

০৩ ০৮
কী ভাবে দৃশ্যটি শুট করা হয়েছে, মেজ়ি দৃশ্যটি করার উপযুক্ত বয়সে পৌঁছেছেন কি না, তাঁর ওই দৃশ্য করা নৈতিক ভাবে উচিত হয়েছিল কি না, ইত্যাদি নিয়ে ভরপুর চর্চা চলতে থাকে!

কী ভাবে দৃশ্যটি শুট করা হয়েছে, মেজ়ি দৃশ্যটি করার উপযুক্ত বয়সে পৌঁছেছেন কি না, তাঁর ওই দৃশ্য করা নৈতিক ভাবে উচিত হয়েছিল কি না, ইত্যাদি নিয়ে ভরপুর চর্চা চলতে থাকে!

০৪ ০৮
মেজ়ির জন্ম ১৯৯৭-এ ব্রিস্টলে। অর্থাত্ ২২ বছর বয়স তাঁর। বয়সের বিচারে তিনি সাবালিকা।

মেজ়ির জন্ম ১৯৯৭-এ ব্রিস্টলে। অর্থাত্ ২২ বছর বয়স তাঁর। বয়সের বিচারে তিনি সাবালিকা।

০৫ ০৮
‘গেম অব থ্রোনস’ এ প্রথম থেকেই মেজ়ি অভিনয় করছেন। ২০১১-এ এই সিরিজের মাধ্যমেই অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। এই চরিত্রই সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দিয়েছে তাঁকে।

‘গেম অব থ্রোনস’ এ প্রথম থেকেই মেজ়ি অভিনয় করছেন। ২০১১-এ এই সিরিজের মাধ্যমেই অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। এই চরিত্রই সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দিয়েছে তাঁকে।

০৬ ০৮
২০১৪-এ ‘দ্য ফলিং’-এর মাধ্যমে ফিচার ফিল্মে ডেবিউ করেন মেজ়ি। ভাই-বোনেদের মধ্যে সবচেয়ে ছোট তিনি। পারফর্মিং আর্ট নিয়ে পড়াশোনা করেছেন।

২০১৪-এ ‘দ্য ফলিং’-এর মাধ্যমে ফিচার ফিল্মে ডেবিউ করেন মেজ়ি। ভাই-বোনেদের মধ্যে সবচেয়ে ছোট তিনি। পারফর্মিং আর্ট নিয়ে পড়াশোনা করেছেন।

০৭ ০৮
ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা হওয়ায় মেজ়ি টুইট করেন, ‘আপনাদের যদি দৃশ্যটি দেখে কোনও রকম অস্বস্তি হয়, তা হলে জানিয়ে রাখি, আমার মা, বাবা, ভাইয়েরা সকলেই এটা দেখেছেন।’

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা হওয়ায় মেজ়ি টুইট করেন, ‘আপনাদের যদি দৃশ্যটি দেখে কোনও রকম অস্বস্তি হয়, তা হলে জানিয়ে রাখি, আমার মা, বাবা, ভাইয়েরা সকলেই এটা দেখেছেন।’

০৮ ০৮
‘গেম অব থ্রোনস’ এমন একটি সিরিজ, যেখানে প্রথম থেকে গল্পের খাতিরেই বেশ কিছু অ্যাডাল্ট কনটেন্ট রয়েছে। হঠাত্ই মেজ়ির দৃশ্য নিয়ে কেন এত সমালোচনা, তার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না টিমের বাকিরাও।

‘গেম অব থ্রোনস’ এমন একটি সিরিজ, যেখানে প্রথম থেকে গল্পের খাতিরেই বেশ কিছু অ্যাডাল্ট কনটেন্ট রয়েছে। হঠাত্ই মেজ়ির দৃশ্য নিয়ে কেন এত সমালোচনা, তার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না টিমের বাকিরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE