গত তিন বছরে এক বারও ‘বন্ধু’র বাড়িতে আসা হয়নি তাঁর। যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নয়াদিল্লিতে পা পড়ছে ‘সুপার পাওয়ার’ প্রেসিডেন্টের। তবে খালি হাতে নয়। মিত্রতার চিহ্ন হিসাবে সামরিক সমঝোতার ডালি পাঠিয়ে দিয়েছেন তিনি। শক্তির নিরিখে অত্যাধুনিক যে কোনও সমরাস্ত্রের চেয়ে তা অনেক বেশি বলশালী! তাই সংশ্লিষ্ট চুক্তিটিকে ‘গেম চেঞ্জার’ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষক থেকে শুরু করে সাবেক সেনাকর্তারা।
তিনি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরের ৪-৫ ডিসেম্বর তাঁর দু’দিনের ভারত সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমি দুনিয়ায় চড়ছে পারদ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, নয়াদিল্লিতে ক্রেমলিন-কর্তার পা পড়ার আগেই দুই দেশের মধ্যে হওয়া সামরিক সমঝোতায় সবুজ সঙ্কেত দিয়েছে মস্কোর পার্লামেন্ট ‘ফেডারেল অ্যাসেম্বলি’র নিম্নকক্ষ স্টেট ডুমা। এর জেরে আগামী দিনে বিদেশের মাটিতে শক্তি বৃদ্ধি করতে পারবে এ দেশের ফৌজ।