Meet Avantika Dasani, daughter of Bollywood actress Bhagyashree dgtl
avantika dasani
‘ওয়ান অব দ্য হটেস্ট ডটার অব বলিউড’ বলা হচ্ছে এই স্টার কিডকে
‘ওয়ান অব দ্য হটেস্ট ডটার অব বলিউড’, এই স্টার কিডকে বলা হয় এমনটাই।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
‘ওয়ান অব দ্য হটেস্ট ডটার অব বলিউড’, এই স্টার কিডকে বলা হয় এমনটাই।
০২১৩
এই স্টার কিড এখন বলিউডের নয়া সেনসেশন। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি পোস্ট করে নেটিজেনদের প্রশংসা পান।
০৩১৩
এই স্টার কিড বরাবর মেধাবী ছাত্রী ছিলেন। স্কুলের পড়াশোনা শেষ করে তিনি লন্ডনে গিয়েছেন স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করতে। লন্ডনের একটি বিজনেস স্কুল থেকে বিজনেস ও মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন তিনি।
০৪১৩
অবন্তিকা দাসানি নামের এই স্টার কিডের এক ভাইও রয়েছে।
০৫১৩
বর্তমানে ২৩ বছর বয়স অবন্তিকার। ইন্টারনেটে তাঁর ফটোশুট ও পোজ দেখে অনেকেই বলতে শুরু করেছেন এই স্টার কিডও এ বার ডেবিউ করতে চলেছেন বলিউডে।
০৬১৩
অবন্তিকার বাবা একজন ব্যবসায়ী। দাসানি পরিবার সিন্ধিদের মধ্যে অভিজাত পরিবার হিসাবে খ্যাত।
০৭১৩
সলমন খানের বিপরীতে অবন্তিকার মা ডেবিউ করেছিলেন বলিউডে। ছবিটিও ছিল সুপার ডুপার হিট।
০৮১৩
১৯৯০ সালে ডেবিউ-র পর ১৯৯৫ সালে আচমকাই বিয়ের সিদ্ধান্ত নেন অবন্তিকার মা। অবন্তিকার বাবা হিমালয় দাসানিও অভিনয় করেছেন বলিউডে। তাঁর বাবা-মা ‘পায়েল’ নামে একটি ছবি করেছিলেন।
০৯১৩
প্রথম ছবি থেকেই ফিল্মফেয়ার সম্মান পেয়েছিলেন তাঁর মা। এ বার নিশ্চয়ই চিনতে পারছেন, অবন্তিকার মাকে।
১০১৩
‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির নায়িকা ভাগ্যশ্রীর মেয়ে অবন্তিকা।
১১১৩
অণু মালিকের ছেলে আরমান মালিকের সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব রয়েছে। তাঁদের একটি ছবি নিয়ে বিতর্কও হয়। বি টাউনে অনেকের দাবি, প্রেম করছেন দুই স্টার কিড।
১২১৩
বিতর্ক কিন্তু অবন্তিকার পিছু ছাড়ে না। একটি ভিডিয়ো পোস্ট করেও ট্রোলড হয়েছিলেন তিনি। ভিডিয়োতে অবন্তিকার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল।
১৩১৩
ভাগ্যশ্রীর মেয়ে বলিউডে ২০২০ সালে ডেবিউ করতে পারেন, শোনা যাচ্ছে এমনটাই। সলমন খানও নাকি আগ্রহ প্রকাশ করেছিলেন এই তরুণীকে বলিউডে ডেবিউ করানোর বিষয়টিতে।